শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে’— ইউক্রেনের সাবেক সেনাপ্রধান কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 20 November, 2018 13:48

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন ২২ ডিসেম্বর

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন ২২ ডিসেম্বর
মেইল রিপোর্ট :

আগামী ২২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে। 

এবিপিসি'র কার্যকরি পরিষদের এক বিশেষ সভায় সংগঠনের কার্যকরি পরিষদের এক বিশেষ সভা স্থানীয় সময় শনিবার বিকাল ৫টায় জ্যাকসন হাইটসের চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় কার্যকরি পরিষদের সদস্য ছাড়াও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় আগামী ২২ নভেম্বর বৃহস্পতিবার সপরিবারে ‘থ্যাংকস গিভিং ডে’ উদযাপন এবং সর্বস্মতিক্রমে আগামী ২২ ডিসেম্বর সংগঠনের সাধারণ সভা ও নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। 

সংগঠনের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক লাবলু আনসারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলামের সঞ্চালনায় সভায় সংগঠনের বার্ষিক সাধারণ সভা এবং আগামী নির্বাচনসহ সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়।

সভায় বক্তব্য দেন প্রেসক্লাবেব সহ-সভাপতি ও বাংলা টিভির মহাপরিচালক মীর ই. ওয়াজিদ শিবলী, প্রেসক্লাবের নির্বাচন কমিশনার ও ভয়েস অব আমেরিকার নিউইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণ, প্রেসক্লাবের নির্বাচন কমিশনার ও চ্যানেল আইয়ের যুক্তরাষ্ট্র প্রতিনিধি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, প্রেসক্লাবের সদস্য ও সাপ্তাহিক ঠিকানার বার্তা সম্পাদক মিজানুর রহমান, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের স্টাফ রিপোর্টার মো. আবুল কাশেম, প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও এটিএন বাংলা ইউএসএ’র বার্তা সম্পাদক কানু দত্ত, প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও বাংলাভিশনের যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি আজিম উদ্দিন অভি, প্রেসক্লাবের সদস্য ও নারী ম্যাগাজিনের সম্পাদক পপি চৌধুরী, প্রেসক্লাবের  সদস্য ও নারী ম্যাগাজিনের প্রকাশক তপন চৌধুরী, প্রেসক্লাবের সদস্য ও নোঙর টিভির সিইও জাহেদ শরীফ, প্রেসক্লাবের সদস্য ও বাংলা টিভির পরিচালক মিশুক সেলিম, প্রেসক্লাবের সদস্য ও চ্যানেল আইয়ের ক্যামেরা পারসন মোহাম্মদ হোসেন দীপু, প্রেসক্লাবের সদস্য ও বাংলা টিভির চিফ ক্যামেরা পারসন আমজাদ হোসেন প্রমুখ।

সভায় জানানো হয়, এ পর্যন্ত ৩০ জন সদস্য তাদের বাৎসরিক চাঁদা পরিশোধ করে সদস্যপদ নবায়ন করেছেন। এছাড়া বেশকয়েকজন কর্মরত সাংবাদিক নতুন সদস্য পদের জন্য আবেদন করেছেন। বর্তমান সদস্যদের মধ্যে যারা এখনো চাঁদা পরিশোধ করেননি তাদের আগামী সাধারণ সভার আগে তা পরিশোধের জন্য সভায় আহ্বান জানানো হয়। 

সভায় প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রতিবছর জাঁকজমকপুর্ণ আয়োজনে বনভোজন, ঈদ পুনমির্লনী ও থ্যাংকস গিভিং ডে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, প্রেসক্লাবের নিজস্ব তহবিল এবং সদস্যদের দেওয়া চাঁদার অর্থে এসব অনুষ্ঠানের ব্যয় নির্ধারণের ব্যাপারে অধিকাংশ সদস্য মত প্রকাশ করেন এবং তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। 

সভায় আমেরিকা বাংলাদেশ ক্লাবের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট থাকায় সাধারণ সদস্যরা ক্লাবের বর্তমান গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। অন্যদিকে সফল ও গতিশীল নেতৃত্বের জন্য আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসারকে বর্তমান কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়। 

সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি মীর ই. ওয়াজিদ শিবলীর চিকিৎসা সফলতা এবং তার দ্রুত আরোগ্য কামনা করা হয়।  

এছাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য  ও বিশিষ্ট কলামিস্ট জামান তপনের মাতা ফিরোজা বেগমেরর মৃত্যুতে সভায় শোক প্রকাশ করা হয়। সভায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ফিরোজা বেগমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উপরে