শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 8 December, 2018 01:48

বোমা আতঙ্কে সিএনএনের সম্প্রচার বন্ধ

বোমা আতঙ্কে সিএনএনের সম্প্রচার বন্ধ
মেইল রিপোর্ট :

বোমা আতঙ্কে মার্কিন গণমাধ্যম সিএনএনের নিউইয়র্ক অফিস ও স্টুডিওর কর্মীদের সরিয়ে নেয়ায় ৪০ মিনিট বন্ধ থাকে গণমাধ্যমটির সম্প্রচার কার্যক্রম। এরপর আবার স্বাভাবিক কার্যক্রম চালু হয়।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে ফোন কলের মাধ্যমে সিএনএন অফিসে বোমা হামলার হুমকি দেয়া হয়। এরপরই জরুরি ভিত্তিতে সেখানে থাকা সব কর্মীকে সরিয়ে নেয়া হয়।

এদিকে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাতে ডন লেমনের অনুষ্ঠান ‘সিএনএন টুনাইট’ চলছিল। এ সময় হুমকি আসায় সঙ্গে সঙ্গে সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। তখন সরাসরি সম্প্রচার বন্ধ করে ধারণকৃত সম্প্রচারে চলে যায় সিনএনএন।

এ সম্পর্কে লেমন বলেন, আমাদেরকে ভবন থেকে সরে যেতে বলা হয় এবং এটা করতে বলা হয় দ্রুততম সময়ের মধ্যে। তখনই আমরা ভবন থেকে বের হয়ে যাই এবং এখন ভবনের বাইরে অবস্থান করছি।

তিন আরও বলেন, আমরা যারা ভেতরে সরাসরি সম্প্রচারে যুক্ত ছিলাম তারা সবাই এখন বাইরে অবস্থান করছি।

বোমা হামলার হুমকি দেয়ার পর পরই অসংখ্য পুলিশ ও দমকল বাহিনীর ট্রাক দিয়ে সিএনএন অফিসের সামনের রাস্তা বন্ধ করে দেয়া হয়। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে।

উপরে