শিরোনাম
জুলাই আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগের অর্থদাতা ডিসি অফিসের নাজির বহাল তবিয়তে! প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 8 December, 2018 01:52

ট্রাম্পের সঙ্গে কথা বন্ধ, পদত্যাগ করতে পারেন কেলি

ট্রাম্পের সঙ্গে কথা বন্ধ, পদত্যাগ করতে পারেন কেলি
মেইল রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হচ্ছে না হোয়াইট হাউজের চিফ অব স্টাফ জন কেলির। ধারণা করা হচ্ছে, কয়েকদিনের মধ্যেই তিনি পদত্যাগ করতে পারেন।

এই পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট হোয়াইট হাউজের পশ্চিম শাখার দুটি সূত্র এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, প্রায় ১৭ মাস একসঙ্গে কাজ করার পর ট্রাম্প ও কেলি একজন আরেকজনকে সহ্য করতে পারছেন না একেবারেই। যদিও গত গ্রীষ্মে ট্রাম্প বলেছিলেন কমপক্ষে আরও দুই বছর যেন চিফ অব স্টাফের দায়িত্ব পালন করবেন কেলি। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে কথাই হচ্ছে না তাদের।

আরও বলা হয়, ট্রাম্প সক্রিয়ভাবে তার অধীনস্থদের মধ্যে রদবদলের পরিকল্পনা করছেন। যদিও এখনও কোনও কিছুই চূড়ান্ত হয়নি। এমনকি ট্রাম্প ঘোষণা না দেয়া পর্যন্ত কোনও কিছু চূড়ান্ত হবে না বলে জানিয়েছেন এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত একজন।

প্রতিবেদনটিতে বলা হয়, পদত্যাগ বা বহিষ্কারের একেবারে শেষপ্রান্তে আছেন কেলি। যেকোনও সময়ই এমনটি ঘটতে পারে। তাদের সহযোগিরাও মনে করছেন আর কোনোভাবেই তাদের সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়। কারণ ট্রাম্প বারবার অভিযোগ করে বলেছেন কেলির কোনও রাজনৈতিক প্রজ্ঞা নেই।

আরও বলা হয়, কেলির দায়িত্ব পালনের সময়টা মেটেও সুখকর ছিল না। কারণ এই সময়ে হোয়াইট হাউজ নানা বিতর্কের জন্ম দিয়েছে। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই এমনটি শুরু হয়। তবে কেলি নিজেও অনেক ঝামেলায় জড়িয়ে পড়েন।

উপরে