মার্কিন কারাগারে দ্বিতীয় অভিবাসী শিশুর মৃত্যু
মার্কিন সীমান্ত বাহিনী আটক করার পর বুধবার মধ্যরাতে আট বছর বয়সী এক অভিবাসী শিশুর মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত সুরক্ষা (সিবিপি) দফতর এ তথ্য জানিয়েছে।
এ নিয়ে মার্কিন কারাগারে দ্বিতীয় অভিবাসী শিশুর মৃত্যু ঘটেছে।
সিবিপি এক বিবৃতিতে জানায়, সীমান্ত টহল বাহিনী সোমবার ওই শিশুটি ও তার বাবাকে আটক করেছিল। এ সময় শিশুটির শরীরে অসুস্থতার লক্ষণ দেখা গেছে। তার বাবাসহ শিশুটিকে নিউ মেক্সিকোর অ্যারামগরডোতে আঞ্চলিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
শিশুটি সাধারণ ঠাণ্ডা ও জ্বরে আক্রান্ত হয়েছিল। পরে হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়।
কিন্তু সেদিন সন্ধ্যার পর পরই শিশুটি অনবরত বমি করতে শুরু করে। তখন তাকে ফের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মধ্যরাতের কিছুটা পর তার মৃত্যু হয়।
শিশুটি কেন মারা গেল তা জানতে পারেননি কর্মকর্তারা। মৃত শিশু ও তার বাবার পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।
গত ১৮ ডিসেম্বর শিশুটিকে নিয়ে তার বাবা টেক্সাসের এল পাসো দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। পরে ২৩ ডিসেম্বর তাদের সীমান্ত টহল কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়।
এর আগে জ্যাকেলিন কাল নামের সাত বছর বয়সী এক গুয়েতেমালার শিশুর মৃত্যু হয়েছিল মার্কিন কারাগারে।
অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিরুৎসাহিত করছে ট্রাম্প প্রশাসন। গুয়েতেমালায় নিজ গ্রামের ক্রিসমাস ডেতে কানের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে।