শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে’— ইউক্রেনের সাবেক সেনাপ্রধান কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 16 January, 2019 10:45

কর্মীদের বেতন না দিয়ে ফুটবল টিমকে ভোজ ট্রাম্পের

কর্মীদের বেতন না দিয়ে ফুটবল টিমকে ভোজ ট্রাম্পের
মেইল রিপোর্ট :

যুক্তরাষ্ট্রে প্রায় আট লাখ কর্মী হয় বিনা বেতনে কাজ করছেন, নয়তো তাদেরকে ছুটিতে পাঠানো হয়েছে। অথচ একটি ফুটবল টিমের সাফল্যে বিশাল ভোজসভার আয়োজন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আয়োজনের অংশ হিসেবে সোমবার হোয়াইট হাউজের স্টেট ডাইনিং রুমের টেবিল সাজানো হয় বার্গার, পিৎজা ও ফ্রেঞ্চ ফ্রাইসহ নানা ধরনের ফাস্ট ফুড দিয়ে।

গত ৭ জানুয়ারি সান্টা ক্লারাকে হারিয়ে দেশের সেরা দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে ক্লেমসন টাইগার্স। দলটির খেলোয়াড়দের সম্মানেই এই ভোজসভার আয়োজন করা হয়। কিন্তু রান্নার পর্যাপ্ত কর্মী না থাকায় বাইরে থেকে খাবার কিনে আনতে হয়।

হোয়াইট হাউজের ডাইনিং রুমে খেলোয়াড়দের স্বাগত জানিয়ে ট্রাম্প মজা করে বলেন, এখানে পিৎজা আছে, ৩০০ বার্গার আছে, অনেক ফ্রাইস আছে। সবকিছুই আমাদের প্রিয় খাবার। আমি দেখতে চাই, এর কতটা পড়ে থাকে। তবে মনে হয় না একটু খাবারও পড়ে থাকবে।

দেশে অচলাবস্থা চললেও আমেরিকান নাগরিকদের নিরাপত্তা নিয়ে আপোস করবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। সীমান্তে প্রাচীর তোলার লড়াই চালিয়ে যাবেন তিনি।

এই বিষয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের সুরক্ষার প্রশ্নে কখনও পিছিয়ে আসবো না।

প্রসঙ্গত, ফেডারেল বাজেট নিয়ে মতানৈক্যের জেরে দেশটিতে অচলাবস্থা জারি করা হয়েছে। এতে সরকারি-বেসরকারি মিলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৮ লাখ কর্মী। তাদের অনেকে একটানা ২৪ দিন ধরে বিনা বেতনে কাজ করছেন। অনেককে আবার ছুটিতে পাঠিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী ঠেকাতে বিশাল প্রাচীর তুলতে চান ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই প্রস্তাব খারিজ করে দিয়েছেন ডেমোক্র্যাটরা। তাই তিনি ফেডারেল বাজেটে অনুমোদন করতে রাজি না হওয়ায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

উপরে