শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 27 January, 2019 10:12

মাতৃভাষা দিবস উদযাপন করবে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন

মাতৃভাষা দিবস উদযাপন করবে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন
নিজস্ব প্রতিবেদক :

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)। এ কর্মসূচিতে প্রবাসের সকল সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী-আঞ্চলিক সংগঠনের সম্পৃক্ততা কামনা করা হয়েছে।

২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে ডাইভার্সিটি প্লাজায় স্থাপিত শহীদ মিনারে অন্য সকল সংগঠনকে সাথে নিয়ে জেবিবিএ প্রভাত ফেরী করবে। এ উপলক্ষে মঙ্গলবার জেবিবিএর এক সভা অনুষ্ঠিত হয় পালকি পার্টি সেন্টারে। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম এবং পরিচালনা করেন সেক্রেটারি মো. কামরুজ্জামান কামরুল।

এ সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার সংকল্প ব্যক্ত করা হয়। সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী প্রভাত ফেরীতে অংশগ্রহণের আগে ২০ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসের আলোকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে পালকি পার্টি সেন্টারে। অনুষ্ঠানে কমিউনিটির সকলকে সপরিবারে উপস্থিত হবার আহবান জানানো হয়েছে।

জেবিবিএর কার্যকরী কমিটির সভায় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মোহাম্মদ আলম নমী, বিপ্লব সাহা, কামরুজ্জামান বাচ্চু প্রমুখ।
এর আগে জেবিবিএর কার্যকরী কমিটি, উপদেষ্টা পরিষদ এবং বোর্ড অব ডিরেক্টরগণের এক যৌথ সভা অনুষ্ঠিত হয় তিতাস রেস্টুরেন্ট মিলনায়তনে। এ সময় সংশ্লিষ্ট সকলকে জেবিবিএর কার্যক্রমে সক্রিয় হবার অনুরোধ জানান সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম। এতে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন এটর্নী মঈন চৌধুরী, এম আজিজ, মো. কামরুজ্জামান কামরুল, মো. আলম নমী প্রমুখ।

উপরে