শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে’— ইউক্রেনের সাবেক সেনাপ্রধান কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 28 January, 2019 13:14

যুক্তরাষ্ট্রে শাটডাউনে ক্ষতি ৬০০ কোটি ডলার

যুক্তরাষ্ট্রে শাটডাউনে ক্ষতি ৬০০ কোটি ডলার
মেইল রিপোর্ট :

মার্কিন কেন্দ্রীয় সরকারের আংশিক অচলাবস্থার কারণে দেশটির কমপক্ষে ৬০০ কোটি ডলার ক্ষতি হয়েছে। নিউ ইয়র্কভিত্তিক আর্থিক গবেষণা প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গোব্লাল রেটিংস এ তথ্য জানিয়েছে।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩৫ দিনের আংশিক অচলাবস্থা নিরসনে সম্মত হন। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থায়ন নিয়ে মার্কিন সরকারের এই আংশিক অচলাবস্থার সৃষ্টি।

গত ২১ ডিসেম্বর শুরু হওয়া এই আংশিক অচলাবস্থা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম। এই সময়ের মধ্যে প্রায় আট লাখের মতো সরকারি কর্মীকে বিনা বেতনে কাজ করতে হয়েছে।

এসঅ্যান্ডপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যদিও এই অচলাবস্থার অবসান হয়েছে। তবে সহসাই মার্কেটের প্রতি মানুষজনের আস্থা ফিরবে না। কারণ ক্যাপিটল হিলে ট্রাম্প ও কংগ্রেসের নিম্নকক্ষের মধ্যে সমঝোতার ক্ষেত্রে খুব একটা অগ্রগতি হয়নি।

এর আগে যুক্তরাষ্ট্র সীমান্তে অবৈধ মাদক ও অভিবাসীর অনুপ্রবেশ ঠেকাতে কংগ্রেসের কাছে ৫৭০ কোটি ডলার বরাদ্দ চেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ডেমোক্রেটিক পার্টির নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসের নিম্নপক্ষ প্রতিনিধি তার এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে।

এতে ট্রাম্পও ক্ষিপ্ত হয়ে সরকারি ব্যয় বরাদ্দ বিলে সই করতে অস্বীকৃতি জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এতে বন্ধ হয়ে যায় অধিকাংশ সরকারি কার্যক্রম।

উপরে