শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 30 January, 2019 02:34

হুয়াওয়ে সিএফও’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

হুয়াওয়ে সিএফও’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা
মেইল রিপোর্ট :

চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ে ও এর প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়ানঝুর বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে যুক্তরাষ্ট্র। ব্যাংক জালিয়াতি, ন্যায়বিচারে বাধা ও প্রযুক্তি চুরির অভিযোগে হুয়াওয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। 

ধারণা করা হচ্ছে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান টানাপোড়েনকে আরও তিক্ত করবে।

মেং ও হুয়াওয়ে যুক্তরাষ্ট্র সরকারের সব অভিযোগ অস্বীকার করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের অনুরোধে গত মাসে মেংকে গ্রেপ্তার করে কানাডা।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী উইবার রস বলেছেন, বহু বছর ধরে চীন প্রতিষ্ঠাগুলো আমাদের রপ্তানি আইন ভঙ্গ ও নিষেধাজ্ঞা অমান্য করছে। অধিকাংশ ক্ষেত্রেই তাদের অবৈধ কর্মকাণ্ড চালানোর জন্য মার্কিন আর্থিক ব্যবস্থা ব্যবহার করে কোম্পানিগুলো। এটা বন্ধ হতে হবে।

এক বিবৃতিতে হুয়াওয়ে তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা এ ধরনের অপরাধ সংঘটন করেনি। কোম্পানিটি জানিয়েছে, তারা ‘কোনও নিয়মই লঙ্ঘন করেনি’ এবং ‘মেংয়ের কোনও অপরাধ সম্পর্কেও তারা জ্ঞাত’ নয়।

উল্লেখ্য, গত মাসেই জামিনে মুক্তি পান মেং ওয়ানঝু। তবে এখন কানাডায় কড়া নজরদারিতে আছেন তিনি। ৬ ফেব্রুয়ারি তাকে ফের আদালতে তোলা হবে।

উপরে