শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 6 February, 2019 02:18

ক্যালিফোর্নিয়ায় বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৫

ক্যালিফোর্নিয়ায় বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৫
মেইল রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলীয় শহরের একটি বাড়ির ওপর বিমান বিধ্বস্তে পাইলটসহ পাঁচজন নিহত হয়েছেন। বিমানটি বিধ্বস্তের পর এর ধ্বংসাবশেষে আগুন ধরে যায়।

রোববার বিকেলে লস অ্যাঞ্জেলস থেকে ৩৫ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত শহরটিতে এই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স নিউজ এজেন্সি। ধ্বংসাবশেষের আগুনে পুড়ে আরও দুজন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে অরেঞ্জ কাউন্টি শেরিফ’স ডিপার্টমেন্ট।

লস অ্যাঞ্জেলস টাইমসের খবরে বলা হয়, দুই ইঞ্জিন বিশিষ্ট ‘চেসনা 414A’ এয়ারক্র্যাফট মডেলের বিমানটি স্থানীয় একটি বিমানবন্দর থেকে টেকঅফের ১০ মিনিট পরই বিধ্বস্ত হয়। বিমানটির ধ্বংসাবশেষ শহরটির চারটি ব্লকে ছড়িয়ে পড়ে এবং একটি বাসায় আগুন ধরে যায়।

সংবাদপত্রটি জানায়, দুজন পুরুষ এবং দুজন নারী এই আগুনে দগ্ধ হয়ে মারা যান। দুর্ঘটনার শিকার বাসাটির বাসিন্দা ন্যান্সি মেহল(৬৫) সংবাদপত্রটিকে জানান, তিনি বিমানটির ইঞ্জিনের উচ্চ শব্দ শুনেছিলেন।

তিনি বলেন, বিমানটি তার বাসার ওপর বিধ্বস্ত হলে তার মনে হয় যেন একটি বোমা বিস্ফোরিত হয়েছে বাসার সামনে।

স্থানীয় সংবাদপত্রটির মতে, বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ বাসাটির জানালাগুলো সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ করে ফেলে। বিমানটির চালকযন্ত্রটি ন্যান্সি মেহলের ড্রাইভওয়ে’তে এবং একটি জ্বলন্ত পাখা পাশের বাসার উঠানে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং দমকলকর্মীরা আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নেয়। ঘটনাটি তদন্তাধীন আছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। দেশটির ‘ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড’ও ঘটনাটি তদন্ত করছে।

উপরে