শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 13 February, 2019 01:12

যেভাবে নতুন শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র

যেভাবে নতুন শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র
মেইল রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতারা সরকারের আরেকটি আংশিক শাটডাউন বা অচলাবস্থা এড়াতে সীমান্ত নিরাপত্তা তহবিলের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছেন।

সোমবার রাতে রাজধানী ওয়াশিংটনে দুপক্ষের রুদ্ধদ্বার বৈঠকে চুক্তিটি হয় বলে জানিয়েছেন আইনপ্রণেতারা। কিন্তু চুক্তিটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য দাবিকৃত পাঁচ দশমিক সাত বিলিয়ন ডলারের তহবিলের বিষয়টি অন্তর্ভুক্ত নেই।

আলোচনায় রিপাবলিকান পক্ষের নেতৃত্ব দেওয়া সিনেটর রিচার্ড শেলবি গণমাধ্যমকে বলেছেন, নীতিগতভাবে আমরা একটি সমঝোতায় পৌঁছেছি।

কিন্তু এ চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ট্রাম্প কোনো অর্থ পাচ্ছেন কি না তা জানাননি তিনি।

চুক্তিটির বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি এবং সমঝোতাটি প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন পাবে কি না তাও পরিষ্কার নয় বলে জানিয়েছে বিবিসি।

চুক্তিটি হওয়ার সময়টিতে ট্রাম্প টেক্সাসে এক রাজনৈতিক সমাবেশে ছিলেন।

ছাড়পত্রহীন অভিবাসীদের আটক করা ও ট্রাম্পের সীমান্ত দেয়ালের জন্য তহবিল বরাদ্দ নিয়ে মতবিরোধে এর আগে দুপক্ষের মধ্যে আলোচনা থমকে গিয়েছিল।

কংগ্রেসের মধ্যস্থতাকারীরা সোমবারের মধ্যে একটি চুক্তিতে পৌঁছে প্রস্তাবাকারে তা শুক্রবারের মধ্যে পাস করাতে চাইছিলেন। তা না হলে শনিবার থেকে নতুন আরেকটি শাটডাউন মোকাবেলা করতে হতো ট্রাম্প সরকারকে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘদিন ধরে চলা আংশিক অচলাবস্থা সাময়িক অবসানে ২৫ জানুয়ারিতে হওয়া তিন সপ্তাহের চুক্তিটির সময়সীমা আগামী শুক্রবার শেষ হতে চলেছে। ওই দিন ফেডারেল কয়েকটি সংস্থার তহবিল শেষ হয়ে যাবে। তার আগেই একটি চুক্তিতে পৌঁছানোর বাধ্যবাধকতা ছিল। না হলে ফের আংশিক অচলাবস্থায় পড়তো মার্কিন সরকার।

উপরে