শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে’— ইউক্রেনের সাবেক সেনাপ্রধান কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 26 March, 2019 01:16

আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোমেন: ৭১-এর গণহত্যার স্বীকৃতি আদায়ে প্রবাসীদের ভূমিকা রাখতে হবে

 আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোমেন: 

৭১-এর গণহত্যার স্বীকৃতি আদায়ে প্রবাসীদের ভূমিকা রাখতে হবে

স্টাফ রিপোর্টার: একাত্তরের ২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে প্রবাসী বাঙালিদের স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

‘জেনোসাইড একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’ এর উদ্যোগে ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত বর্বরোচিত জেনোসাইডের স্মরণে রোববার নিউইয়র্কস্থ জ্যাকসন হাইটস্-এ সমাবেশ, মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন   নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট এর কনসাল জেনারেল মিজ্ সাদিয়া ফয়জুন্নেছা।

রাষ্ট্রদূত মাসুদ সমাবেশ ও আলোচনা সভায় আরো বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সরকারের পাশাপাশি সকল প্রবাসী বাঙালিকে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে তিনি আর্মেনিয়াসহ বিভিন্ন দেশে সংঘটিত জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে এসকল দেশের সরকার এবং সে দেশগুলোর প্রবাসী নাগরিকদের ভূমিকার কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন ‘বাংলাদেশ সরকারের পদক্ষেপের অংশ হিসেবে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন বছরজুড়ে এ বিষয়ে কাজ করে যাচ্ছে। নিয়মিতভাবে জাতিসংঘ সদরদপ্তরের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে ঘনিষ্ট যোগাযোগ রক্ষার পাশাপাশি যে সকল দেশ ইতোমধ্যে তাদের দেশে সংঘটিত জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে পেরেছে স্থায়ী মিশন তাদের সাথে ঘনিষ্ট সম্পর্ক রক্ষা করে এ বিষয়ক তথ্য ও অভিজ্ঞতা সংগ্রহ করছে। এছাড়া জাতিসংঘ, সমমনা সদস্যরাষ্ট্রসমূহ, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জেনোসাইড নিয়ে কাজ করছে এমন গবেষক, থিঙ্ক ট্যাঙ্ক ও প্রতিষ্ঠানসমূহকে সাথে নিয়ে স্থায়ী মিশন সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে যাচ্ছে’।

এবারের ২৫ মার্চ উপলক্ষে স্থায়ী মিশন এর বঙ্গবন্ধু মিলনায়তনে আন্তর্জাতিক আবহে এমনই আরেকটি সেমিনারের আয়োজন করছে মর্মে জানান রাষ্ট্রদূত মাসুদ।

‘একাত্তরের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের পথ যতই বন্ধুর হোক না কেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা তা অর্জন করতে পারবো’ বলে প্রত্যাশার কথা জানান জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি।

কনসাল জেনারেল মিজ্ সাদিয়া ফয়জুন্নেছা যুক্তরাষ্ট্রের মূল ধারায় একাত্তুরের জেনোসাইডকে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের আরও নিবিড়ভাবে কাজ করার পরামর্শ দেন। তিনি বলেন ‘এ বিষয়ে প্রয়োজনীয় সকল পদক্ষেপে আমরা আপনাদের সাথে আছি এবং একযোগে সবাইকে নিয়ে কাজ করে লক্ষ্যে পৌছুতে চাই’।

‘জেনোসাইড একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’ এর সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।  অনুষ্ঠানটিতে বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি উপস্থিত ছিলেন।

উপরে