শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 2 April, 2019 02:25

ভারতের জিএসপি এখনই বাতিল নয় : যুক্তরাষ্ট্র

ভারতের জিএসপি এখনই বাতিল নয় : যুক্তরাষ্ট্র
মেইল রিপোর্ট :

ভারতকে দেয়া অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) বাতিলের যে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নিয়েছিল তা এখনই বাস্তবায়ন হচ্ছে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের আসন্ন লোকসভা নির্বাচন শেষ হওয়ার আগ পর্যন্ত দেরি করতে চান। মার্কিন প্রশাসনের একাধিক প্রভাবশালী আইন প্রণেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদের মধ্যে ডেমোক্র্যাট দলের হয়ে ২০২০ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী তুলসি গ্যাবার্ডও রয়েছেন। খবর সিএনবিসি। গ্যাবার্ড বলেন, আমার আশা, এ বিষয়ে আমরা কিছুদিন দেরি করতেই পারি। ভারতের নির্বাচনের ফল কি হয় তা পর্যালোচনা করেই আমরা এমন সিদ্ধান্ত নেব। এ ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানও একই রকম বলে ইঙ্গিত দেন তিনি।

ভারতের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্কের বিবেচনায় এ বিষয়ে মার্কিন সিনেট এবং প্রেসিডেন্ট ট্রাম্প কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। জিএসপির আওতাভুক্ত দেশগুলোর বিশেষ কিছু পণ্য আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দেয় যুক্তরাষ্ট্র। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশগুলোয় উন্নয়ন জোরদার করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র এ ছাড় দেয়।

চলতি মাসেই সিনেটকে ট্রাম্প জানান, তিনি তুরস্ক ও ভারতকে দেয়া এ জিএসপি প্রত্যাহার করতে চান। বর্তমানে এ সুবিধার আওতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রায় দুই হাজার পণ্য মার্কিন বাজারে শুল্কমুক্ত রফতানি সুবিধা পায়। তবে এ ক্ষেত্রে সুবিধাপ্রাপ্ত দেশগুলোকে মার্কিন কংগ্রেসের বেঁধে দেয়া বেশকিছু মানদণ্ড ও উন্নয়ন শর্ত পূরণ করতে হয়। ২০১৭ সাল থেকে ভারত জিএসপির কারণে রফতানি বাণিজ্যে প্রচুুর মুনাফা করে।

এ সময় যুক্তরাষ্ট্রের বাজারে দেশটির শুল্কমুক্ত রফতানির পরিমাণ ৫৭০ কোটি ডলারে উন্নীত হয়। তবে বর্তমানে ভারত একটি উদীয়মান অর্থনীতির দেশে পরিণত হচ্ছে এবং তাদের সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্র ঠকছে- এ অজুহাতে ভারতকে দেয়া জিএসপি সুবিধা স্থগিত করেন তিনি। তবে এখনও এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেয়নি তার প্রশাসন। বিশ্বে জিএসপি সুবিধা থেকে সবচেয়ে বেশি উপকৃত দেশ হচ্ছে ভারত। আর সেই সুবিধা প্রত্যাহার করা অবশ্যই দিল্লির কাছে একটি বড় ধাক্কা। দায়িত্ব গ্রহণের পর থেকে ভারতের বিরুদ্ধে এর আগে এত বড় পদক্ষেপ নেননি ট্রাম্প।

উপরে