তদন্ত বন্ধ করতে মুলারকে সরাতে চেয়েছিলেন ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক :
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংযোগ নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন সাবেক এফবিআই পরিচালক ও ঘটনার তদন্তকারী বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার।
২২ মাস পর গত ২২ মার্চ এ তদন্ত প্রতিবেদন জমা দেন তিনি।
সম্প্রতি ৪৪৮ পৃষ্ঠার ওই প্রতিবেদনটি সম্পূর্ণ প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুসারে, ২০১৬ সালের নির্বাচনে রুশদের সঙ্গে কোনো আঁতাত ছিল না ট্রাম্পের। কিন্তু তিনি বিচার প্রক্রিয়ায় নানা রকমের বাধা সৃষ্টির চেষ্টা করেছিলেন।
এমনকি তদন্ত বন্ধ করতে মুলারকে বরখাস্তও করতে চেয়েছিলেন ট্রাম্প। তবে তার সব চেষ্টা বিফল হয়েছে। খবর বিবিসির।
তবে মুলারের এই প্রতিবেদন রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলই তাদের নিজেদের সুবিধামতো বিতর্কে ব্যবহার করছে।