শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর পদত্যাগ করতে ট্রুডোকে নিজ দলের সংসদ সদস্যদের চাপ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 22 April, 2019 12:33

এবার যুক্তরাষ্ট্রে গির্জা উড়িয়ে দেওয়ার হুমকি

এবার যুক্তরাষ্ট্রে গির্জা উড়িয়ে দেওয়ার হুমকি
মেইল রিপোর্ট :

শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও হোটেলে ভয়াবহ বোমা হামলার রেশ কাটেনি এখনো। এরমধ্যেই যুক্তরাষ্ট্রের একটি গির্জা উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন বন্দুকধারী এক নারী। 

তবে ভয়ঙ্কর কিছু ঘটার আগেই ওই নারীকে আটক করা হয়েছে। 

পুলিশ জানায়, রোববার (২১ এপ্রিল) সান দিয়েগো শহরের জিদকিয়ানো চার্চে ইস্টার সানডে উদযাপনের মধ্যে ওই নারী বন্দুক উঁচিয়ে সবাইকে হুমকি দিতে থাকেন। এসময় তার কোলে ১০ মাস বয়সী একটি শিশুও ছিল। 

সান দিয়েগোর পুলিশ কর্মকর্তা রবার্ট হকিন্স বলেন, জিদকিয়ানো চার্চে ধর্মীয় বক্তব্য চলাকালে ওই নারী হঠাৎ মঞ্চে উঠে পড়েন। এসময় গির্জার লোকজন এগিয়ে গেলে তিনি কোলের শিশুসহ সবার দিকে বন্দুক তাক করেন এবং কাছে আসতে নিষেধ করেন। 

শেষ পর্যন্ত গির্জার লোকেরা ওই নারীকে ধরতে সক্ষম হন এবং বন্দুক কেড়ে নেন। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

পুলিশ জানায়, নারীর হাতে থাকা বন্দুকটি লোড করা ছিল না। এছাড়া চার্চ উড়িয়ে দেওয়ার হুমকির পরিপ্রেক্ষিতে সেখানে তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক খুঁজে পায়নি ডগ-স্কোয়াড।

৩১ বছর বয়সী ওই নারী ও তার মেয়েকে প্রতিরক্ষামূলক হেফাজতে রাখা হয়েছে।

বন্দুক নিয়ে হুমকি ও সন্ত্রাসী আচরণের দায়ে ওই নারীর সাজা হতে পারে বলে জানিয়েছে সান দিয়েগো পুলিশ।

এর আগে, স্থানীয় পুলিশ ঘোষণা দিয়েছিল যে, শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে বোমা হামলায় অন্তত ২৯০ জন নিহত হওয়ায় সান দিয়েগোর গির্জাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা নেওয়া হবে।

উপরে