শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 12 May, 2019 03:07

মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা বাজাতে যাচ্ছেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা বাজাতে যাচ্ছেন ট্রাম্প
মেইল রিপোর্ট :

মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা বাজাতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এরই মধ্যে মধ্যপ্রাচ্যে আক্রমণের কাজে ব্যবহৃত উভচর জাহাজ এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের বহর মোতায়েন করা হবে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, উভচর জাহাজ ইউএসএস আর্লিংটন এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বহরকে ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের কাছে পাঠানোর অনুমোদন দিয়েছেন মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী। চলতি সপ্তাহের গোড়ার দিকে সেনা পাঠানোর যে অনুরোধ করেছিল তার প্রেক্ষাপটে এ অনুমোদন দেয়ার কথাও বিবৃতিতে বলা হয়েছে।

বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিয়ে গঠিত স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যে পাঠানোর ঘোষণা দেয়ার কয়েক দিনের মধ্যে এ সব মোতায়েন করা হবে বলে জানানো হলো।

এদিকে, কাতারে মার্কিন পরমাণু-বিমান বহর বি-৫২ মোতায়েন করার ঘোষণা এর আগে দেয়া হয়েছে।

রোববার মার্কিন যুদ্ধবাজ জাতীয় উপদেষ্টা জন বোল্টন দাবি করেছেন, তার ভাষায়, ইরানের প্রতি পরিষ্কার এবং নির্ভুল বার্তা দেয়ার জন্য এ দলকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে।

এদিকে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঊর্ধ্বতন র্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জওয়ানি বলেছেন, যুদ্ধের ভয় দেখিয়ে এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি করে ইরানকে আলোচনায় বসতে বাধ্য করতে পারবে না আমেরিকা।

উপরে