শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 12 May, 2019 03:09

উত্তর কোরিয়ার কয়লা জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার কয়লা জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
মেইল রিপোর্ট :

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে উত্তর কোরিয়ার একটি কার্গো জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। 

মার্কিন বিচার বিভাগ বলেছে, জাহাজটি কয়লা পরিবহনে ব্যবহার করা হতো। কয়লা উত্তর কোরিয়ার বৃহত্তম রফতানি পণ্য হলেও এর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আছে।

২০১৮ সালের এপ্রিলে ওয়াইজ অনেস্ট নামের জাহাজটি ইন্দোনেশিয়ায় প্রথম আটক হয়েছে। সে বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্র সেটি জব্দের আবেদন করে।

দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির মধ্যে নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে এই প্রথম উত্তর কোরিয়ার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র।

এর আগে গত ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে দুই দেশের শীর্ষ বৈঠক ব্যর্থ হয়েছে। গত সপ্তাহেই পিয়ংইয়ং দুই দফা স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে।

ওয়াশিংটনের ওপর চাপ বাড়ানোর কৌশল হিসেবেই তারা এটি করছে বলে ধারণা বিশ্লেষকদের।

ইন্দোনেশিয়া জাহাজটি হাস্তান্তর করার পর বর্তমানে সেটি যুক্তরাষ্ট্রের পথে রয়েছে। তবে এই ঘটনার সঙ্গে কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।

মার্কিন কৌঁসুলি জিওফ্রে এস বেরমান বলেন, জাহাজটির নিবন্ধনের তথ্য গোপন রেখে বিদেশি ক্রেতাদের কাছে উন্নতমানের কয়লা বিক্রি করতে উত্তর কোরিয়ার পরিকল্পনার কথা জানতে পারে আমাদের কর্মকর্তারা।

উপরে