শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর পদত্যাগ করতে ট্রুডোকে নিজ দলের সংসদ সদস্যদের চাপ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 31 May, 2019 09:01
মুলারের বক্তব্যের পর রাজনীতিতে নতুন ঝড়

ট্রাম্পের অভিশংসন দাবি জোরালো হচ্ছে

ট্রাম্পের অভিশংসন দাবি জোরালো হচ্ছে

মেইল রিপোর্ট : যুক্তরাষ্ট্রের বিশেষ কৌঁসুলি ও নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ের তদন্ত কর্মকর্তা রবার্ট মুলারের বক্তব্য নিয়ে নতুন করে ঝড় উঠেছে রাজনীতিতে। মুলার বলেছেন, মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ে তাঁর দুই বছরের তদন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দোষ সাব্যস্ত করেনি। একই সঙ্গে একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে অভিযুক্ত করার ক্ষমতাও তাঁকে মার্কিন বিচার বিভাগ দেয়নি, যে ক্ষমতা কেবল কংগ্রেসেরই রয়েছে।

রুশ হস্তক্ষেপসংক্রান্ত তদন্তের বিশেষ কৌঁসুলি মুলার বুধবার তাঁর শেষ কর্মদিবসে এই বোমা ফাটানো মন্তব্য করলেন। এখন সিদ্ধান্ত নিলে কংগ্রেসই নিক—সেদিকে ইঙ্গিত করে মুলার আরো জানান, তিনি দায়িত্ব ছেড়ে দিয়ে এখন ব্যক্তিগত জীবনে ফিরে যাবেন। এরপর তিনি বিশেষ কৌঁসুলি হিসেবে পদত্যাগ করেন।

মুলারের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে ঝড় তুলেছে। বিশ্লেষকরা বলছেন, মুলার এই কথাই বলতে চাইছেন যে তাঁর ক্ষমতা থাকলে তিনি আঁতাতের দায়ে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতেন অথবা ট্রাম্প ক্ষমতায় না থাকলে তাঁকে দোষী সাব্যস্ত করতেন। মুলারের এই বক্তব্যের পরপরই বিরোধী ডেমোক্র্যাট শিবির ট্রাম্পকে অভিশংসন করতে নতুন করে দাবি তুলেছে। এ দাবিতে নতুন করে অনেক ডেমোক্র্যাট এমপিও সোচ্চার হয়েছেন। বিপরীতে প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর সমর্থকরা বিষয়টিকে গুরুত্বহীন করে দেখাতে প্রচারে নেমে পড়েছেন।

গত বুধবার ওয়াশিংটনে এক লিখিত বক্তব্যে নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ে ট্রাম্পের সংশ্লিষ্টতা নিয়ে মন্তব্য করেন মুলার। গত দুই বছরে এটাই তাঁর প্রকাশ্য কোনো মন্তব্য। তিনি বলেন, তদন্তকাজে বিচার বিভাগ তাঁকে গাইডলাইন দিয়েছে, তাতে তিনি ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে পারেন না, যদিও অন্তত ১০টি ফৌজদারি বাধা ট্রাম্পের দ্বারা সংঘটিত হয়েছে। তিনি পরামর্শ দিয়ে বলেন, এ বিষয়ে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ ও অনুসন্ধান—দুই ধরনের ক্ষমতাই কংগ্রেসের রয়েছে।

মুলারের এই বক্তব্যের পর ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন করার দাবিতে সোচ্চার হয়েছে। শুধু তাই নয়, ডেমোক্র্যাটরা মনে করে, মুলার প্রকারান্তরে ট্রাম্পের রুশ আঁতাতের বিচারের  দায় কংগ্রেসের ওপরই ন্যস্ত করেছেন। অর্থাৎ ট্রাম্প অপরাধী কি না সে সিদ্ধান্ত কংগ্রেসই নিক। এ জন্য ট্রাম্পের অভিশংসনের কোনো বিকল্প দেখছে না ডেমোক্র্যাটরা।

মুলার বক্তব্যের পরই কংগ্রেসের বিচার বিভাগীয় কমিটির প্রধান জেরি ন্যাডলার বলেছেন, মুলারের এই বক্তব্যের পর প্রেসিডেন্ট ট্রাম্প যে অপরাধ করেছেন, এর তদন্তের ভার এখন কংগ্রেসের ঘাড়ে এসে পড়েছে। তারা সে দায়িত্ব পালন করবে।

বিচার বিভাগীয় কমিটির সদস্য ডেমোক্র্যাট ভ্যাল ডেমিংস বলেন, ‘মুলার নিজে যা করতে পারেননি, তা যেন আমরা করি। তিনি বলতে চাইছেন।’

তবে অভিশংসনের পক্ষে নন স্পিকার ন্যান্সি পেলোসি। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, মার্কিন কংগ্রেস নির্বাচন ও গণতন্ত্র রক্ষার লক্ষ্যে তাঁরা তদন্ত অব্যাহত রাখবেন। বিবৃতির কোথাও স্পিকার ‘অভিশংসন’ শব্দটি ব্যবহার করেননি।

গুরুত্বহীন করে দেখাতে চায় ট্রাম্প শিবির : প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান নেতৃত্ব মুলারের বক্তব্য থেকে সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্তে পৌঁছেছেন বলে দেখা দেখাতে চান। তাঁরা বলছেন, নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ে ট্রাম্প কিংবা তাঁর প্রচার শিবিরের কোনো আঁতাত নেই। বিচারপ্রক্রিয়ায়ও কোনো বাধা দেওয়া হয়নি। অতএব এই প্রশ্নে সব বিতর্ক শেষ করতে হবে। ট্রাম্পের ব্যক্তিগত অ্যাটর্নি জ্যা সিকালো ও হোয়াইট হাউস মুখপাত্র সারাহ সেন্ডার এ মন্তব্য করেন।

এর আগে ট্রাম্প এক টুইটে বলেন, ‘মুলার রিপোর্টের চেয়ে এটি কিছুই আলাদা নয়। যথেষ্ট প্রমাণও ছিল না। আমাদের দেশে তেমন নাগরিক নিরপরাধ বলেই গণ্য হন। মামলা শেষ। সবাইকে ধন্যবাদ।’

সূত্র : এএফপি, সিএনএন।

উপরে