শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর পদত্যাগ করতে ট্রুডোকে নিজ দলের সংসদ সদস্যদের চাপ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 29 June, 2019 18:59

সৌদি যুবরাজকে বন্ধু বললেন ট্রাম্প!

সৌদি যুবরাজকে বন্ধু বললেন ট্রাম্প!
মেইল রিপোর্ট :

সৌদি আরবের কাছে মার্কিন সামরিক সরঞ্জাম বিক্রির প্রতি গুরুত্বারোপ করার কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমান আমার বন্ধু, যিনি সৌদি আরবের অর্থনীতি ও সামাজিক সংস্কারের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। 

রিয়াদের কাছে ট্রাম্প প্রতিরক্ষাসামগ্রী বিক্রয়ের পরিকল্পনা করলে কংগ্রেস তাতে বাধা তৈরি করেছে। সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কংগ্রেসের ডেমোক্রেটিক ও কিছু রিপাবলিকান সদস্য নিজেদের অসন্তোষের কথা জানিয়েছেন।

বিশেষকরে গত বছরের অক্টোবরে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনার রেশ রিয়াদের জন্য এই জটিলতা তৈরি করেছে।

সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককে সামনে রেখে ট্রাম্প বলেন, সৌদি যুবরাজের সঙ্গে বসতে পারা খুবই সম্মানের। তিনি আমার বন্ধু। সৌদি আরবকে উন্মুক্ত করে দিতে গত পাঁচবছর তিনি বহু কাজ করেছেন।

জি-২০ সম্মেলনের ফাঁকে তিনি বলেন, আমি মনে করি নারীদের জন্য আপনি যা করেছেন এবং যা কিছু ঘটছে বলে দেখতে পাচ্ছি, এটা খুবই ইতিবাচক পথে একটি বিপ্লবের মতোই।

মোহাম্মদ বিন সালমান বলেন, আমাদের দেশ সৌদি আরবের দীর্ঘ যাত্রায় সর্বোচ্চ ভালোটিই করার চেষ্টা করছি আমরা।

চলতি মাসে সৌদি আরব, আরব আমিরাত ও অন্যান্য দেশের কাছে কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি বন্ধে ভোট দিয়েছে মার্কিন সিনেট।

ইরানকে কেন্দ্র করে জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে সৌদির সঙ্গে অস্ত্র চুক্তির ক্ষেত্রে কংগ্রেসের পর্যালোচনা পাশ কাটিয়ে যেতে ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সিনেট এই ভোটের আয়োজন করেছে।

সিনেটের পদক্ষেপের বিরুদ্ধে ভেটো দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে ট্রাম্প।

শনিবার যুবরাজের সঙ্গে বৈঠকে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন কিনা, তা জানাতে অস্বীকার করেছেন ট্রাম্প।

উপরে