শিরোনাম
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়, বাংলাদেশের জবাব মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত পুতিনের লিমোজিনে বিস্ফোরণ, হত্যাচেষ্টা নাকি দুর্ঘটনা? ভারতে আবারও ২২ মাওবাদী নিহত দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ‘মেগা’ ভূমিকম্পে জাপানে ৩ লাখ মানুষের প্রাণ যেতে পারে নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 29 June, 2019 19:00

কাতারে যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র

কাতারে যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র
মেইল রিপোর্ট :

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো এফ-২২ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। কাতারের আল ওদায়েদ বিমান ঘাঁটিতে এ যুদ্ধবিমান মোতায়েন করা হয়।

জানা গেছে, কাতারে এফ-২২ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে ওয়াশিংটন। উন্নত প্রযুক্তির এ যুদ্ধবিমান রাডারে প্রদর্শিত হওয়া ছাড়াই গোপনে ব্যাপক হামলা চালাতে পারে।

মার্কিন নৌবাহিনী শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও তাদের স্বার্থ সুরক্ষায় বিমান বাহিনী কাতারে এফ-২২ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে।

তবে কতটি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে সে ব্যাপারে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

মার্কিন বাহিনীর প্রকাশিত একটি ছবিতে দেখা গিয়েছে, কাতারের আল ওদায়েদ বিমান ঘাঁটির আকাশে যুক্তরাষ্ট্রের পাঁচটি যুদ্ধবিমান উড়ছে।

প্রসঙ্গত, পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েক বছর যাবত উত্তেজনা চলছে।

গত বছর ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর তেহরানের ওপর পুরোনো সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করাসহ নতুন করে আরও নিষেধাজ্ঞা চাপানোর পর থেকেই ওয়াশিংটন-তেহরান সংকটে নতুন উত্তেজনা শুরু হয়।

গত সপ্তাহে ইরান কর্তৃক যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা চালকবিহীন বিমান (ড্রোন) ভূপাতিত করার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পেয়েছে। গত সোমবার থেকে ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্র।

এ নিষেধাজ্ঞার আওতায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার কার্যালয়ও রয়েছে।

কাতারের আল ওদায়েদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। কাতার থেকে পরিচালিত এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি রয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অন্তত ১১ হাজার সৈন্য এবং শতাধিক যুদ্ধবিমান রয়েছে।

উপরে