যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদত্যাগ
বিশেষ প্রতিনিধি: পদত্যাগ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক ড্যান কোটস। ট্রাম্পের প্রশাসন থেকে পদত্যাগ করা হাই প্রোফাইল ব্যক্তিদের মধ্যে সর্বশেষে ব্যক্তি হলেন ড্যান কোটস। সোমবার এক টুইট বার্তায় ড্যান কোটসের পদত্যাগের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, টেক্সাসের কংগ্রেসম্যান জন র্যাটক্লিফ আগস্টের মাঝামাঝি কোটসের স্থলাভিষিক্ত হবেন। তিনি বলেন, রেটক্লিফ দেশকে ভালোবাসেন। তিনি দেশকে নেতৃত্ব দেবেন এবং মহৎ কাজের অনুপ্রেরণা হবেন।
মূলত রাশিয়া ও উত্তর কোরিয়া ইস্যুতে প্রায়ই বিতর্কে জড়িয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও কোটস। জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়ায় সিআইএ ও এনএসএসহ যুক্তরাষ্ট্রের ১৭টি গোয়েন্দা সংস্থারই তদারক করার দায়িত্ব ছিল কোটের। তবে তাঁর পুরো সময়টাতেই প্রেসিডেন্টের সাথে বিভিন্ন ইস্যুতে মতভেদ হয় তাঁর। গত জানুয়ারিতে কোটসের কাছে ইরান ইস্যুতে মতামত চেয়েছিলেন ট্রাম্প। তবে ইরানের হুমকির বিষয়ে তাঁর ‘নিষ্ক্রিয়’ ও ‘সাদাসিধে’ মূল্যায়ন মোটেও পছন্দ হয়নি ট্রাম্পের।
সাবেক কূটনীতিক কোটস ২০১৭ সালের মার্চে জাতীয় গোয়েন্দা পরিচালকের দায়িত্ব নেন। জেমস ক্ল্যাপারের স্থলাভিষিক্ত হন তিনি। মিশিগান অঙ্গরাজ্যের জ্যাকসনে জন্ম নেওয়া কোটস ষাটের দশকে দুটি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিষয়ে স্নাতক করেন। ১৯৮৯ থেকে ১৯৯৯ সাল ও ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত দুই মেয়াদে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সিনেটর ছিলেন তিনি। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত জার্মানিতে যুক্তরাষ্ট্রের কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন কোটস।
প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা পদত্যাগপত্রে কোটস বলেছেন, আমার মেয়াদ শেষ হবার আগেই মার্কিন গোয়েন্দা সংস্থা আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়েছে। আমার এখন জীবনের পরবর্তী অধ্যায়ে পদার্পণ করা উচিত বলে মনে করি।