শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর পদত্যাগ করতে ট্রুডোকে নিজ দলের সংসদ সদস্যদের চাপ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 31 July, 2019 10:53

১০ কোটি ৬০ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য চুরি

১০ কোটি ৬০ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য চুরি
মেইল রিপোর্ট :

যুক্তরাষ্ট্র এবং কানাডার প্রায় ১০ কোটি ৬০ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। আর্থিক সেবাদানকারী যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ক্যাপিটাল ওয়ানের কাছ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে এসব তথ্য চুরি করা হয়েছে। 

ওই কোম্পানির পক্ষ থেকে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।

হ্যাকিংয়ের সঙ্গে জড়িত পেইজ টমসন নামে ৩৩ বছর বয়সী এক নারীকে গ্রেফতারের পর সোমবার (২৯ জুলাই) ক্যাপিটাল ওয়ানের পক্ষ থেকে হ্যাকিংয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়। 

গত ১৯ জুন ওই হ্যাকিংয়ের ঘটনা চিহ্নিত করা সম্ভব হয়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাপিটাল ওয়ানে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছিলেন এমন ব্যক্তিদের নাম, ঠিকানা, জন্মতারিখ, ফোন নম্বরসহ বেশকিছু ব্যক্তিগত তথ্য চুরি করা হয়। তবে হ্যাকার ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট নম্বরে প্রবেশ করতে পারেনি বলেও জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডের সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে ক্যাপিটাল ওয়ান অন্যতম। তারা ক্রেডিট কার্ড ইস্যুর পাশাপাশি নিয়মিত ব্যাংকিং সেবাও দিয়ে থাকে। সোমবার এক বিবৃতিতে ক্যাপিটাল ওয়ান জানায়, যুক্তরাষ্ট্রের ১০ কোটি এবং কানাডার ৬০ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য হ্যাকিংয়ের শিকার হয়েছে।

উপরে