শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 21 August, 2019 21:22

গ্রীনল্যান্ড বিক্রি করবে না ডেনমার্ক: সফর বাতিল করলেন ট্রাম্প

গ্রীনল্যান্ড বিক্রি করবে না ডেনমার্ক: সফর বাতিল করলেন ট্রাম্প

তুহিন সানজিদ, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের কাছে গ্রীনল্যান্ড বিক্রি না করায় শেষ  মুহুর্তে ডেনমার্ক সফর বাতিল করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ট্রাম্পের ডেনমার্ক সফরে যাওয়ার কথা ছিল। ডেনমার্কের রাণী তাঁকে এই সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। ডেনমার্কের প্রধানমন্ত্রী গ্রীনল্যান্ড বিক্রি করবে না এমন ঘোষনার পর ক্ষুব্ধ ট্রাম্প  সেদেশে তার সফর বাতিল করেন। ডেনমার্কের রাজপরিবারও এই সফর বাতিলের তথ্যটি নিশ্চিত করেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন যে, যুক্তরাষ্ট্র ডেনমার্কের কাছ থেকে গ্রীনল্যান্ড কিনে নিতে আগ্রহী। গ্রীনল্যান্ড ডেনমার্কের একটি স্বশাসিত অঞ্চল।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেডে ফ্রেডরিকসেন প্রেসিডেন্ট ট্রাম্পের এই প্রস্তাবকে 'আজব' বলে বর্ণনা করেন। তিনি আরও বলেন, তিনি আশা করেন, প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়াস নন, আসলে মজা করার জন্যই এমনটা বলেছেন।

ডেনমার্কের প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পর মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটে ঘোষণা করেন যে তিনি আর ডেনমার্ক সফরে যেতে চান না। কারণ ডেনমার্কের প্রধানমন্ত্রী গ্রীনল্যান্ড কেনার প্রস্তাব নিয়ে কথা বলতে কোন আগ্রহ দেখাচ্ছেন না। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগে ডেনমার্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কার্ল স্যান্ডস টুইট করেছিলেন, “মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে ডেনমার্ক প্রস্তুত!"

যুক্তরাষ্ট্রের কোন জায়গার সঙ্গে গ্রীনল্যান্ড বিনিময় করতে চান কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, ”অনেক কিছুই করা সম্ভব।” এরপর তিনি গ্রীনল্যান্ডের এক ছোট্ট শহরের ছবির ওপর তার বিশাল ট্রাম্প টাওয়ারের ছবি বসিয়ে সেই ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় । 

গ্রীনল্যান্ড বিক্রি নিয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রী কিম কিলসেন বলেছিলেন, "গ্রীনল্যান্ড বিক্রির জন্য নয়। আর সেদেশের  সাবেক প্রধানমন্ত্রী লার্স রাসমুসেন ট্রাম্পের প্রস্তাব নিয়ে রশিকতা করে বলেন, ”এটা নিশ্চয়ই এপ্রিল ফুল'স ডে'র কোন রসিকতা।”

কয়লা, দস্তা, তামা এবং লোহার মতো খনিজে সমৃদ্ধ গ্রীনল্যান্ড ডেনমার্কের ওপর অর্থনৈতিকভাবে মারাত্মক নির্ভরশীল। এখানকার বেশিরভাগ মানুষ মাদকাক্ত। বেকারত্বের হারও খুব বেশি। তবে ভৌগোলিক অবস্থানের কারণে প্রেসিডেন্ট ট্রাম্প গ্রীনল্যান্ড কিনতে চায়।

গ্রীনল্যান্ড কেনার প্রস্তাব অনেকেই এটা নিছক রশিকতা মনে করলেও এই ইস্যুতে ডেনমার্ক সফর বাতিল করার পর নড়েচড়ে বসেছে কূটনৈতিক মহল। এখন আর কেউ এটাকে মজা বা রশিকতা মনে করছে না। অনেকেই মনে করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এটা কোনো নতুন কূটনৈতিক চাল। 

উপরে