শিরোনাম
জুলাই আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগের অর্থদাতা ডিসি অফিসের নাজির বহাল তবিয়তে! প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 11 September, 2019 20:19

নিরাপত্তা উপদেষ্টাকে বহিষ্কার করলেন ট্রাম্প

নিরাপত্তা উপদেষ্টাকে বহিষ্কার করলেন ট্রাম্প
মেইল রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জন বোল্টনকে বহিষ্কার করেছেন।

মঙ্গলবার বোল্টনকে বহিষ্কার করা হয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প টুইটে লিখেছেন, ‘গত রাতে আমি জন বোল্টনকে জানিয়েছি, হোয়াইট হাউসে তাঁর আসার প্রয়োজন নেই। আগামী সপ্তাহে নতুন নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা নিয়োগ করা হবে।’

তালেবানদের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনায় ট্রাম্পের সঙ্গে বোল্টনের মতানৈক্য হওয়ার এ বরখাস্তের ঘোষণা দেওয়া হয়।

বোল্টনকে বরখাস্ত করার ব্যাপারে হোয়াইট হাউজ প্রেস সচিব স্টেফানি গ্রিশাম বলেন, ‘প্রেসিডেন্ট বোল্টনের অনেক নীতি পছন্দ করেন না। সোমবার পদত্যাগ করতে বলেছেন বোল্টনকে কিন্তু মঙ্গলবার সকালে তা কার্যকর হলো।’

অন্যদিকে বোল্টন ট্রাম্পের বহিষ্কারের প্রতিক্রিয়ায় এক টুইটে বলেছেন, ‘সোমবার রাতে আমি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর জন্য ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলাম। তবে ট্রাম্প সে সময় আমাকে জানিয়েছিলেন, ‘এই বিষয়ে আমরা আগামীকাল (মঙ্গলবার) আলোচনা করতে পারি।’

এ নিয়ে তিন নিরাপত্তা উপদেষ্টাকে বহিষ্কার করলেন ‍ট্রাম্প। বোল্টনের আগে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন মাইকেল ফ্লিন ও এইচআর ম্যাকমাস্টার।

২০১৮ সালের এপ্রিল থেকে ট্রাম্প সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন বোল্টন । তা ছাড়া  রোনাল্ড রিগ্যান, সিনিয়র বুশ এবং জর্জ ডব্লিউ বুশের প্রশাসনের দায়িত্বে ছিলেন তিনি।

উল্লেখ্য, তালেবানের সঙ্গে ট্রাম্পের শান্তিচুক্তি বিষয়ক আলোচনার বরাবরই বিরোধী ছিলেন বোল্টন। গত রোববার ওই আলোচনা হওয়ার কথা ছিল। তবে ট্রাম্প আকস্মিক ওই বৈঠক বাতিল করেন।

উপরে