শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 21 September, 2019 12:29

সোমবার ইমরান, মঙ্গলবার মোদীর সঙ্গে ট্রাম্পের বৈঠক

সোমবার ইমরান, মঙ্গলবার মোদীর সঙ্গে ট্রাম্পের বৈঠক
নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প ও ইমরান খান। ছবি: সংগৃহীত
মেইল রিপোর্ট :

পরপর দু’দিন বিবদমান দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

আগামী সোমবার (২৩ সেপ্টেম্বর) পাকিস্তানের ইমরান খান ও মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভারতের নরেন্দ্র মোদীর সঙ্গে বসবেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের এক মুখপাত্র জানান, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের সময় এসব পার্শ্ববৈঠক অনুষ্ঠিত হবে।  

স্থানীয় সময় রোববার (২২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্ক পৌঁছাবেন ডোনাল্ড ট্রাম্প। এরপর হাউসটনে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এ অনুষ্ঠানে অন্তত ৫০ হাজার ভারতীয়-আমেরিকান নাগরিক অংশ নেওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠান শেষে ওহিও যাবেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর স্কট মরিসনের সঙ্গে বৈঠক হবে তার।

সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ সেবাস্তিয়ান দুদা, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী সিয়ান লুং, মিসরের প্রেসিডেন্ট আল সিসি ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা ইনের সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। এসময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাতিসংঘের মহাসচিবের সঙ্গে পার্শ্ববৈঠকে বসবেন তিনি। এছাড়া ইরাকের প্রেসিডেন্টের সঙ্গেও ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে।   

মঙ্গলবারের বৈঠকটি হবে কয়েক মাসের ব্যবধানে ট্রাম্পের সঙ্গে মোদীর চতুর্থ সাক্ষাৎ। এদিন দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয়, আঞ্চলিকসহ বিশ্বের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

উপরে