জাতিসংঘ সাধারণ অধিবেশনে কাশ্মীর ইস্যু তুলতে পারেন মহাসচিব
জাতিসংঘ মহাসচিব গুতেরেস সাধারণ পরিষদ অধিবেশনের সুযোগ নিতে চান বলে জানিয়েছেন তার মুখপাত্র।
শনিবার এক সংবাদ ব্রিফিং-এ স্টিফেন দুজারকি বলেছেন, কাশ্মীর ইস্যুর সমাধানে একমাত্র পথ হলো সংলাপ।
তিনি বলেন, কাশ্মীরে মানবাধিকার পরিস্থিতির যে সব খবর আসছে তা অনেকক্ষেত্রে উদ্বেগজনক হওয়ায় এর সমাধান জরুরি।
কাশ্মীর বিষয়ে এক প্রশ্নের জবাবে দুজারিক বলেন, ‘কাশ্মীর বিষয়ে মহাসচিব আগেই জানিয়েছেন, তিনি অবহত আছেন। আমি মনে করি তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে তৈরি হওয়া সুযোগ এক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।’
এর আগে বুধবার গুতারেস বলেছিলেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে সংলাপ একটি অতি জরুরি উপাদান। জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন সম্মেলন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, আমাদের সক্ষমতা একজন ভালো কর্মকর্তার মতো। একজন ভালো কর্মকর্তা তখনই ভালো কাজ করতে পারে যখন উভয় পক্ষই তাদের মেনে নেয়। অন্যদিকে সবকিছু নির্ভর করে ভালো ওকালতির উপর। আমরা ওকালতি চালিয়ে যাবো।’