জাতিসংঘ মহাসচিবের সাথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডার বৈঠক
তুহিন সানজিদ: জলাবায়ু পরিবর্তনে ভবিষ্যতে করনীয় এবং আসন্ন ক্লাইমেট সামিটের বিভিন্ন বিষয় নিয়ে জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেস এর সাথে বৈঠক করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন্ট। রোববার বিকেলে জাতিসংঘ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন।
প্রধানমন্ত্রীর সাথে আলোচনার সময় জলাবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব ও ক্ষতি থেকে আগামী দিনে পৃথিবীকে রক্ষার জন্য জাতিসংঘের বিভিন্ন পদক্ষেপ এবং কর্মসূচিতে নিউজিল্যান্ডের সহযোহিতা চান। এছাড়া প্যাসিফিক অঞ্চলের উন্নয়ন ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।
জাতিসংঘ মহাসচিব ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর তাৎক্ষনিক ও সার্বিক পদক্ষেপের প্রশংসা করে আগামীতে সন্ত্রাসের বিরুদ্ধে একযোগে কাজ করার এবং জাতিসংঘ এই সংকট সমাধানে নেতৃত্ব দিবে বলে অঙ্গীকার করেন।
প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন্ট এসময় ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলার পর নিউজিল্যান্ড সফর এবং ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান।