শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 8 November, 2019 01:49

ক্যালিফোর্নিয়ার দাবানল ডিসেম্বর পর্যন্ত থাকার আশঙ্কা

ক্যালিফোর্নিয়ার দাবানল ডিসেম্বর পর্যন্ত থাকার আশঙ্কা
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানল। ছবি: সংগৃহীত
মেইল রিপোর্ট :

শুষ্ক ও ঊষ্ণ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার চলমান দাবানল ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

শুধু তাই নয়, এ মৌসুমে এ অঞ্চলে আরও দাবানলের সূত্রপাত হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।  

মঙ্গলবার (৫ নভেম্বর) জাতীয় আন্তঃসংস্থা অগ্নিকেন্দ্র’র (এনআইএফসি) এসব তথ্য জানায়। 

এতে বলা হয়, গত ২৩ অক্টোবর ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল এখনও নিয়ন্ত্রণে নেওয়া যায়নি। যদিও দাবানল নিয়ন্ত্রণে ইতোমধ্যেই ব্যয় হয়েছে প্রায় ১২৫ মিলিয়ন মার্কিন ডলার। 

আবহাওয়ায় অতিরিক্ত শুষ্কতা, উচ্চ তাপমাত্রা ও প্রচণ্ড বাতাসের কারণে দাবানল আরও ভয়াদবহ রূপ নিতে পারে। তাছাড়া আবহাওয়া প্রতিবেদন অনুযায়ী, এবারের আসন্ন শীতে বৃষ্টি হওয়ারও তেমন কোনো সম্ভাবনা নেই।

লস অ্যাঞ্জেলেস টাইমস জানায়, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার চলমান দাবানলের প্রথম চারদিনেই প্রায় ১০ হাজার একর জমি ভস্মীভূত হয়েছে। এতে ঘরছাড়া হয়েছেন প্রায় ৯০ হাজার মানুষ। বলা হচ্ছে এটি এ বছরের সবচেয়ে ভয়াবহ দাবানল।

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র ‘নেট প্রোপালশন ল্যাবরেটরি’র অবসারপ্রাপ্ত আবহাওয়াবিদ বিল পাটজের্ট বলেন, গত ৭ মাসে তেমন বৃষ্টি হয়নি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়। নভেম্বরেও বৃষ্টি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। কিন্তু বাতাসের বেগ প্রবল। এটি অব্যাহত থাকলে আরও ভয়াবহ দাবানল সৃষ্টি হতে পারে।

উপরে