আবারো শীর্ষ ধনীর মুকুট বিল গেটসের মাথায়
আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসকে হটিয়ে আবারও বিশ্বের শীর্ষ ধনীর মুকুট মাথায় দিলেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, বিল গেটসের বর্তমান সম্পদের পরিমাণ ১১০ বিলিয়ন মার্কিন ডলার।
শুক্রবার সম্পদের এ হিসাবে বেজোসকে টপকে যান বিল গেটস।
প্রায় দুই বছর পর এবারই প্রথম শীর্ষ ধনীর আসনে বসলেন বিল গেটস। এর আগে অবশ্য গত অক্টোবর মাসে সাময়িক সময়ের জন্য বেজোসকে টপকে যান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা। ওই সময় আমাজন জুলাই থেকে সেপ্টেম্বরের প্রান্তিক আয় ঘোষণার সময় ২৮ শতাংশ কম মুনাফার ঘোষণা দিয়েছিল। এতে পিছিয়ে পড়েছিলেন বেজোস।
মাইক্রোসফটের শেয়ারের দাম বেড়ে যাওয়ায় বিল গেটসের কপাল খুলেছে। চলতি বছর সংস্থাটির শেয়ারের দাম বেড়েছে ৪৮। এতে দাম বেড়েছে বিল গেটসের শেয়ারেরও। আর গত মাসে আমাজনকে হারিয়ে পেন্টাগনের ১০ বিলিয়ন মার্কিন ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি করেছে মাইক্রোসফট। এটিও এই দুই শীর্ষ ধনীর সম্পদের মধ্যে সম্পর্কে পার্থক্য গড়ে দিয়েছে।