শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 7 December, 2019 02:19

যুক্তরাষ্ট্রে নৌ-ঘাঁটিতে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রে নৌ-ঘাঁটিতে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৪
নেভাল এয়ার স্টেশন, পেনসাকোলা।
মেইল রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি নৌ-ঘাঁটিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন নিহত হয়েছে। আহত আরো অনেকে। 

নৌবাহিনীর পক্ষ  থেকে বলা হয়েছে, হামলাকারীও নিহত হয়েছে। 

স্থানীয় পুলিশ জানায়, ফ্লোরিডার পেনসাকোলায় 'নেভাল এয়ার স্টেশন' নামের ওই নৌ-ঘাঁটিতে এক বন্দুকধারী হামলা করে। এর পরেই ঘাঁটির দুইটি প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয় এবং প্রায় ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশের পাশাপাশি এটিএফ ও এফবিআই ঘটনাস্থলে পৌঁছায়।

সংবাদ সম্মেলনে ইস্কাম্বিয়া কাউন্টি শেরিফের এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার সকালে পেনসাকোলার নৌঘাঁটিতে ঢুকে পড়ে সন্দেহভাজন বন্দুকধারী। ঘাঁটির ক্লাসরুম ভবনে গুলি চালায় বন্দুকধারী।

স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিটে খবর পাওয়া মাত্র কাউন্টি শেরিফের কয়েকজন সদস্য সেখানে যান। তাদের গুলিতে বন্দুকধারী নিহত হয়। দুই শেরিফও আহত হয়েছেন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর একজন মারা যায়। আহত ৭ জনকে কাছের ব্যাপ্টিস্ট হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।

বন্দুকধারীর পরিচয় দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন নৌবাহিনী ও কাউন্টি শেরিফ।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক নৌবাহিনীর এক কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী সৌদি আরবের নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে। সে প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে এসেছিল।

এর আগে বুধবারই পার্ল হারবারের মার্কিন নৌঘাঁটিতে এক হামলায় কয়েকজন গুলিবিদ্ধ হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক নৌঘাঁটিতে গুলি চালায় তাদেরই এক নাবিক। হামলাকারী ওই নাবিক নিজেও পরে আত্মহত্যা করেন।

উপরে