শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 23 December, 2019 03:05

শিকাগোতে স্মরণ অনুষ্ঠানে বন্দুক হামলায় আহত ১৩

শিকাগোতে স্মরণ অনুষ্ঠানে বন্দুক হামলায় আহত ১৩
শিকাগোতে হামলার স্থান পরিদর্শনে নিরাপত্তা বাহিনী। ছবি: সংগৃহীত
মেইল রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের শিকাগোতে এক স্মরণ অনুষ্ঠানে বন্দুক হামলায় ১৩ জন আহত হয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) দিনগত রাতে হামলার এ ঘটনা ঘটে বলে শিকাগো পুলিশে জানিয়েছে।

শিকাগোর এনগেলউডের সাউথ মে স্ট্রিটের এক বাসভবনে স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে বন্দুক হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

এপ্রিলে অপর এক বন্দুক হামলায় নিহত ২২ বছর বয়সী তরুণ লনেল আরভিনের জন্মদিন উপলক্ষে তার স্মরণে এক অনুষ্ঠানে আহতরা মিলিত হয়েছিলেন।

শিকাগো পুলিশের চিফ অব পেট্রোল ফ্রেড ওয়ালার জানান, দু’জন বন্দুকধারী এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারেন।

তিনি বলেন, প্রথমে বাড়ির ভেতরে অনুষ্ঠানে গুলি করা হয়। পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বেরিয়ে এলে শিকাগো পুলিশের গোপন ক্যামেরায় এক বন্দুকধারীকে গুলি করতে দেখা যায়। পরে অপর এক বন্দুকধারী গাড়ি থেকে ‍গুলি করেন।

বন্দুক হামলার বিষয়ে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

এদের মধ্যে একজনকে অস্ত্রসহ আটক করা হয় বলে জানান ওয়েলার। তিনি জানান, পুলিশ তার কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করেছে।

এদিকে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, বন্দুকধারী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন না এবং তিনি জোর করে অনুষ্ঠানে ঢুকে পড়েন।

উপরে