শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 23 December, 2019 16:21

যুক্তরাষ্ট্রে কুয়াশায় সড়ক দুর্ঘটনা, আহত ৫১

যুক্তরাষ্ট্রে কুয়াশায় সড়ক দুর্ঘটনা, আহত ৫১
মেইল রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এক সড়কে কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় ৫১ জন আহত হয়েছেন। 

সোমবার (২৩ ডিসেম্বর) নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, ভার্জিনিয়ার উইলিয়ামসবার্গ শহরের কাছে ৬৪ নাম্বার আন্তঃরাজ্য সড়কে এ দুর্ঘটনায় ৬৯টি বাহন দুমড়ে-মুচড়ে স্তুপ হয়ে পড়ে।

রোববার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে শীতল আবহাওয়া ও কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানায় পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনায় পড়া গাড়ির স্তুপের ছবি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, সড়কের উপর দুর্ঘটনায় পড়া বাহনের স্তুপ সড়ক চলাচলের পথ বন্ধ করে দিয়েছে।

দুর্ঘটনাস্থল থেকে স্তুপ থেকে গাড়ি সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত
উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ শেষ করেছেন। উদ্ধারকাজের কারণে ওই সড়কে কয়েক ঘণ্টা সবধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শী লরি ড্রাইভার আইভান লেভি জানান কুয়াশার ঘনত্ব দেখে হ্যাজার্ড লাইট জ্বেলে তিনি ধীরে ধীরে গাড়ি চালাতে শুরু করেন।

তিনি বলেন, ‘পরের মুহূর্তে আমি দেখলাম আমার সামনে একটির উপর আরেকটি গাড়ির স্তুপ।’

দুর্ঘটনায় তিনি অক্ষত থাকলেও তার স্ত্রী ভিন্ন এক গাড়িতে যাওয়ায় দুর্ঘটনার শিকার হন। তবে তিনি সামান্য আহত হয়েছেন বলে জানান আইভান।

উপরে