শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 9 May, 2020 21:32

ইভাঙ্কার ব্যক্তিগত সচিব করোনায় আক্রান্ত: আতঙ্কে ট্রাম্প

ইভাঙ্কার ব্যক্তিগত সচিব করোনায় আক্রান্ত: আতঙ্কে ট্রাম্প
ইভাঙ্কা ট্রাম্প

মেইল ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের ব্যক্তিগত সচিব করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে হোটাইট হাউসে সেখানকার তিন জন কর্মী করোনা আক্রান্ত হলেন। এ ঘটনার পর আতঙ্কিত মার্কিন প্রেসিডেন্ট নিজেও। তিনি বলেছেন, নিয়মিত টেস্ট করাবেন এখন থেকে। গত শুক্রবার ইভাঙ্কা ও তাঁর স্বামী জেরেড কুশনেরের নমুনা পরীক্ষা করা হয়। অবশ্য তাঁদের সংক্রমণ ধরা পড়েনি।

সিএনএন জানিয়েছে, ইভাঙ্কার ওই ব্যক্তিগত সচিব বাড়ি থেকেই কাজকর্ম চালাচ্ছিলেন। গত বেশ কয়েক সপ্তাহ তিনি ইভাঙ্কার কাছাকাছিও আসেননি। ওই সংবাদমাধ্যম সূত্রে আরও জানা যাচ্ছে, শরীরে সংক্রমণ ধরা পড়লেও এখনও উপসর্গহীন ওই সচিব। 

এখনও পর্যন্ত আমেরিকায় ১৩ লাখেরও বেশি মানুষ করোনা-আক্রান্ত। মৃত্যু হয়েছে ৭৭ হাজার মানুষের। আর সেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে হোয়াইট হাউসের ভিতরেও। এর আগে সংক্রমণের শিকার হন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সচিব ক্যাটি মিলার। সে কথা মেনে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে একটি বৈঠকে তিনি বলেন, ‘‘ক্যাটি (ইভাঙ্কার সচিব) সুস্থই ছিল। আচমকা নমুনা পরীক্ষায় ওঁর করোনা পজিটিভ ধরা পড়ে।’’ ট্রাম্প এ-ও জানান, তিনি নিজে ক্যাটির সংস্পর্শে না এলেও, পেন্স এসেছেন। পেন্সের নেতৃত্বেই কাজ করছে হোয়াইট হাউসের করোনা ভাইরাস টাস্ক ফোর্স। এর আগে ট্রাম্পের এক পরিচারকের সংক্রমণ ধরা পড়ে। 

হোয়াইট হাউসের ওয়েস্ট উইং অর্থাৎ যেখানে মার্কিন প্রেসিডেন্টের অফিস সেখানে, সেখানকার কর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। লাগাতার নমুনা পরীক্ষা ও শরীরের তাপমাত্রাও পরীক্ষা করা চলছে। সেই সঙ্গে নিয়মিত ভাবে জীবাণুনাশকও প্রয়োগ করা হচ্ছে।

উপরে