শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 22 May, 2020 08:30

ব্রিটিশ ওষুধ কোম্পানীর কাছ থেকে ১০০ কোটি ডোজ করোনা ভ্যাকসিন কিনছে আমেরিকা: আসবে অক্টোবরে

ব্রিটিশ ওষুধ কোম্পানীর কাছ থেকে ১০০ কোটি ডোজ করোনা ভ্যাকসিন কিনছে আমেরিকা: আসবে অক্টোবরে
করোনা ভ্যাকসিন-ফাইল ছবি সংগৃহিত

মেইল রিপোর্ট:
ব্রিটেনের বিশ্ববিখ্যাত ওষুধ কোম্পানী আ্যাস্ট্রাজেনেকা’র কাছ থেকে ১০০ কোটি ডোজ করোনা বা কোভিড-১৯ এর ভ্যাকসিন কিনছে আমেরিকা। ইতিমধ্যে চাহিদার এক তৃতিয়াংশ অর্থাৎ৩০ কোটি ভ্যাকসিন আগামী অক্টোবরেই সাপ্লাই দেবার আশ্বাস দিয়েছে কোম্পানীটি। পরীক্ষামূলক অবস্থায় থাকা এই ভ্যাকসিনটি সাফল্যের দ্বারপ্রান্তে বলেই জানা গেছে।
করোনা ভাইরাসের কারণে থমকে যাওয়া অর্থনীতি পূনরূদ্ধারে বিশ্বের শক্তিধর এই দেশটি সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে ভ্যাকসিন পাবার জন্য। বর্তমান প্রেক্ষাপটে করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হওয়া ভ্যাকসিনই বিশ্ব অর্থনীতির পুনঃসূচনা এবং বিশ্বব্যাপী শক্তিধর দেশগুলোর প্রতিযোগতার একমাত্র লক্ষ্য।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের পর  দেশটির স্বাস্থ্য ও মানব পরিষেবা বিভাগ (এইচএইচএস) ব্রিটিশ ওষুধ কোম্পানী অ্যাস্ট্রাজেনেকার ৩০ কোটি ডোজ করোনা ভ্যাকসিন কেনার জন্য জন্য ১.২ বিলিয়ন ডলার অর্থ ছাড়ের অনুমোদন দিয়েছে। 
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সচিব আলেক্স আজারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অক্টোবরের প্রথম দিকে যুক্তরাষ্ট্র এই ভ্যাকসিন পাবে। ব্রিটিশ ওষুধ কোম্পানী অ্যাস্ট্রাজেনেকা’র সাথে এই চুক্তিটি একটি বড় মাইলফলক বলেও জানান যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসচিব। 
এজেডডি-১২২২ নামে পরিচিত, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আবিষ্কৃত ভ্যাকসিনটি বাজারজাত করবে অ্যাস্ট্রাজেনেকা। চুক্তি অনুযায়ি তৃতীয় ধাপে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০হাজার মানুষের শরীরে ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল দেয়া হবে বলেও জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কেমব্রিজ ভিত্তিক ব্রিটিশ ওষুধ কোম্পানী অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, সেপ্টেম্বরে প্রথম বিতরণ শুরু হওয়ার সাথে সাথে ভ্যাকসিনের কমপক্ষে ৪০০ মিলিয়ন ডোজ ছাড়াও  ১ বিলিয়ন ডোজ উৎপাদন সক্ষমতা রয়েছে তাদের।
তবে সেপ্টেম্বরে ভ্যাকসিনটির উৎপাদনের শুরুতেই ১০০ মিলিয়ন ব্রিটিশই প্রথম পাবে এই ভ্যাকসিনটি। এরপর তারা বিভিন্ন দেশে চুক্তি অনুযায়ী সরবরাহ করবে। 

 

উপরে