শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 13 June, 2020 06:54

পেনসিলভানিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী হওয়ার লড়াইয়ে জিতলেন বাংলাদেশী নীনা আহমেদ

পেনসিলভানিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী হওয়ার লড়াইয়ে জিতলেন বাংলাদেশী নীনা আহমেদ
বিজ্ঞানী ড. নীনা আহমেদ

বিশেষ প্রতিনিধি: 
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের অডিটর জেনারেল পদের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হওয়ার লড়াইয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ড. নীনা আহমেদ। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইকেল ল্যাম্বকে অন্তত ৮০ হাজার ভোটে হারিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার এই উপদেষ্টা।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ড. নীনা আহমেদ এ পর্যন্ত ভোট পেয়েছেন ৩৪ শতাংশ, আর ল্যাম্ব পেয়েছেন ২৮ শতাংশ। বাকি প্রার্থীরা ১৫ শতাংশেরও কম ভোট পেয়েছেন। একটি জেলার ভোটের ফলাফল এখনও আসেনি।

ভোটে নিরঙ্কুশ বিজয়ের পর নীনা আহমেদ এক বিবৃতিতে বলেন, ‘আমি পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং একটি নতুন মুখ ও নতুন কণ্ঠ নির্বাচন করে ভোটাররা দুর্দান্ত সাড়া দিয়েছে। আমি কৃতজ্ঞ।’

ড. নীনা আহমেদ ঢাকা মেডিকেল কলেজে ছয় মাস পড়ার পর পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। সেখানে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া থেকে মলিকিউলার বায়োলজিতে পিএইচডি করেছেন। উইলস আই হসপিটাল ও থমাস জেফারসন মেডিকেল কলেজে বিজ্ঞানী হিসেবেও কাজ করেছেন। রাজনীতিতে যোগ দিয়ে পরে ফিলাডেলফিয়ার ডেপুটি মেয়র নির্বাচত হন। 

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের পক্ষে কাজ করবেন ড. নীনা আহমেদ। পেনিসিলভানিয়ার মানুষজন যে পরিবর্তন চায় তা তাদের উপহার দেয়ার প্রতিশ্রুত দিয়েছেন তিনি। অঙ্গরাজ্যটির অর্থনীতি, পুলিশি সেবা ও বিচার ব্যবস্থা পুনর্গঠনেও আশ্বাস দিয়েছেন এ নেতা।

উপরে