শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 14 June, 2020 23:52

নির্বাচনে হেরে গেলে স্বেচ্ছায় হোয়াইট হাউস ছেড়ে চলে যাবো: ডোনাল্ড ট্রাম্প

নির্বাচনে হেরে গেলে স্বেচ্ছায় হোয়াইট হাউস ছেড়ে চলে যাবো: ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি-সংগৃহিত

বিশেষ প্রতিনিধি, নিউ ইয়র্ক:

নির্বাচনে হেরে গেলে তিনি অন্য সাবেক প্রেসিডেন্টদের মতো শান্তিপূর্ণভাবে এবং স্বেচ্ছায় হোয়াইট হাউস ছেড়ে চলে যাবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিরোধী দল ডেমোক্রাট পার্টির সম্ভাব্য প্রার্থী ও আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দীর সন্দেহের জবাব দিলেন ফক্সনিউজের এক সাক্ষাতকারে। নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে ট্রাম্প বলেছেন, বিরোধীদল তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু করেছে এবং তাতে তারা কোনোভাবেই সফল হবে না। আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকার জাতীয় নির্বাচন।  

দেশব্যাপি উত্তাল আন্দোলনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আমেরিকার অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ফক্সনিউজে সাক্ষাতকারে সাংবাদিক হ্যারিস ফকনারের প্রশ্নবাণে জর্জরিত হন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার বিকেলে ট্রাম্পের এই সাক্ষাতকার প্রচারিত হয়।

পুলিশী নির্যাতনে কৃষ্ণাঙ্গ যুবকের হত্যার বিচার আর বর্নবৈষম্যের অবসানের দাবিতে ইতিহাসের সবচেয়ে কঠিন পরিস্থির মুখোমুখী দেশটি। আর নির্বাচনের আগে আন্দোলরকারী এবং কৃষ্ণাঙ্গদের বিপক্ষে অবস্থান নিয়ে বিশ্বব্যাপি সমালোচনার মুখে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট।

বরাবরই কৃষ্ণাঙ্গ শ্রেনীর মানুষদের অপছন্দ করা ট্রাম্পকে ফক্সনিউজের সাংবাদিক বলেন-“আপনি আমার দিকে তাকান, এবং আমি টিভিতে হ্যারিস, কিন্তু আমি একজন কালো মহিলা,  আমি একজন মা। “আপনি কালোদের সম্পর্কে বিভিন্ন সময় বিরূপ মন্তব্য করেছেন কিন্তু আমরা আপনাকে এই জায়গা থেকে বের হয়ে আসতে এবং দু:খ প্রকাশ করে দৃষ্টান্ত স্থাপন করতে দেখিনি। এসময় কিছুটা নিরুত্তর থাকেন ট্রাম্প।

জর্জ ফ্লয়েডের মৃত্যুর ফলে ছড়িয়ে পড়া বর্ণবাদ ও পুলিশিক বর্বরতার বিষয়ে আন্দোলন শুরু হলে “লুটিং স্ট্রাটস, শুটিং স্ট্রাটস” শিরোনামে করা টুইট সম্পর্কেও প্রশ্ন করা হয় ট্রাম্পকে। আন্দোলনকারীরা তাকে “বর্ণবাদী” হিসেবে আখ্যায়িত করে এ কথা উল্লেখ করে এর কারণ সম্পর্কে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট হাসিমুখে উত্তর দেন “ এটা আমি বহুদিন ধরেই শুনে আসছি।

আন্দোলনকারীদের দমনে সেনা মোতায়েনের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বলেন, উশৃংখলা বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে বলেছিলেন, আগামী নির্বাচনে ট্রাম্প ফলাফলে চুরি করার চেষ্টা করতে পারেন। এমনকি নির্বাচনে হারলে স্বেচ্ছায় হোয়াইট হাউস ছাড়বেন কি না প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের এমন মন্তব্যকে দু:খজনক হিসেবে আখ্যায়িত করে ট্রাম্প বলেন-”আমি যদি নির্বাচনে হেরে যাই সেটা হবে খুব দু:খজনক এবং দেশের জন্য ভালো হবে না। শুধু রিপাবলিকান নিয়ন্ত্রিত রাজ্যে নয়, প্রতিপক্ষ ডেমোক্রাট নিয়ন্ত্রিত রাজ্যগুলোতেও জয়ের ব্যাপারেও আশাবাদি বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তবে নির্বাচনে হেরে গেলে স্বেচ্ছায় এবং শান্তিপূর্ণভাবেই হোয়াইট হাউজ ছাড়বেন বলে জানান এই মুহুর্তে বিশ্বের সবচেয়ে সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট।

উপরে