শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 25 June, 2020 06:08

আমেরিকার শীর্ষ ১০ ঊদীয়মান সিভিল ইঞ্জিনিয়ারের স্বীকৃতি পেলেন বাংলাদেশি-আমেরিকান ওয়াকিল প্রান্ত

আমেরিকার শীর্ষ ১০ ঊদীয়মান সিভিল ইঞ্জিনিয়ারের 
স্বীকৃতি পেলেন বাংলাদেশি-আমেরিকান ওয়াকিল প্রান্ত

বিশেষ প্রতিনিধি:
আমেরিকার শীর্ষ ১০ ঊদীয়মান সিভিল ইঞ্জিনিয়ারের স্বীকৃতি পেলেন বাংলাদেশি- আমেরিকান ওয়াকিল প্রান্ত। ২০২০ সালে আমেরিকান সোসাইটি অব সিভিল  ইঞ্জিনিয়ার্স (এএসসিই) সারা যুক্তরাষ্ট্র থেকে ১০ জন তরুন, মেধাবী ও পরিশ্রমী সিনিয়র শিক্ষার্থীকে বেছে নেয়। এ বছরের মে মাসে তারা সিভিল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রী অর্জন করেছে। ওয়াকিল প্রান্ত নিউ ইর্য়ক স্টেট থেকে একাই নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশে জন্মগ্রহনকারী ওয়াকিল প্রান্ত ঢাকা রির্পোটার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক মনোয়ারুল ইসলাম ও আফরোজা ইসলামের কনিষ্ঠ সন্তান। ইউনিভারসিটি অব বাফেলো (ইউবি) থেকে গ্রাজুয়েশন করা এই মেধাবী তরুণ দুই বছর বয়সে বাবা-মা’র সাথে যুক্তরাষ্ট্রে আসেন। 

                                        বাবা-মা ও ভাইয়ের সাথে মেধাবী ওয়াকিল প্রান্ত।


এএসসিই এর কর্মসূচী ‘নেক্সট জেনারেশন অব সিভিল ইঞ্জিনিয়ারিং লিডারস’ আওতায় ইঞ্জিনিয়ারিং-এ নতুন মুখ (নিউ ফেস) অনুসদ্ধান করা হয়। আমেরিকায় সম্ভাবনাময়  ১০ জন নতুন মুখের তালিকায় আরও রয়েছেন পেন স্টেট ইউনিভারসিটির অ্যাবি কাওসার, ক্যালিফোরনিয়া স্টেট ইউনিভারসিটির ম্যাথিউ ক্রিস্টি, ইউনিভারসিটি অব আলাস্কার ক্যাসি গ্রান্ডহসার, ক্যালিফোরনিয়া স্টেট পলিটেকনিক ইউনিভারসিটির ম্যাথিউ জ্যাকবসন, ইউনিভারসিটি অব লুইসভিল এর রায়ান ক্যাবফ্লেস, ইউনিভারসিটি অব সাউথ ফ্লোরিডার আলদিয়া ম্যাকডেভিড, ইউনিভারসিটি অব ম্যাসেসুয়েটস এর সোফিয়া স্যাভোকা, ইউনিভারসিটি অব হাওয়াই এর ম্যাক্স টাগা ও নর্থইস্টার্ন ইউনিভারসিটির মাইক টরমি। শীর্ষ ১০ জনের মধ্যে ওয়াকিলের অবস্থান ছিল সপ্তম।


ওয়াকিল ইউনিভারসিটির প্রথম বর্ষ থেকে ফাইনাল ইয়ার (৪র্থ বর্ষ) পর্যন্ত প্রত্যেক সামারে বিভিন্ন কোম্পানীর সাথে ইন্টার্ন করেছেন। এই কোমাপনীগুলো হচ্ছে এইচডিআর, বিশ্বের অন্যতম বৃহৎ কন্সট্রাকশন কোম্পানী কিউথ, মেট্রোনর্থ ও এমএসসি। বিশ্বদ্যিালয়ের স্টুডেন্ট ইউনিয়ন সদস্য ও সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ক্লাব এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ওয়াকিল। এর পাশাপাশি জড়িত ছিলেন হ্যাবিটাট ফর হিউম্যানিটি ও রেড ক্রসের কর্মকান্ডে। ওয়াকিল বন্ধুদের নিয়ে ‘বাফেলো নায়াগ্রা ওয়াটার কিপার’ শীর্ষক ইভেন্ট পরিচালনা করেছেন। বিশ্ববিদ্যালয় তাকে কমিউনিটি সার্ভিসের জন্য বিশেষ স্বীকৃতিও দিয়েছে।
এ বছরের আগষ্ট মাস থেকে ইউনিভারসিটি অব বাফেলোতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স শুরু করবেন তিনি। 

 

উপরে