শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 12 July, 2020 01:52

আইনজীবীরা দেখতে পারবেন ট্রাম্পের আর্থিক লেনদেনের বিবরণী

আইনজীবীরা দেখতে পারবেন ট্রাম্পের আর্থিক লেনদেনের বিবরণী
মেইল রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর্থিক লেনদেনের বিবরণী দেখতে পারবেন নিউ ইয়র্কের আইনজীবীরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এ সংক্রান্ত একটি রুল জারি করেছেন।

তবে সংশ্লিষ্ট আরেকটি মামলার ক্ষেত্রে এই তথ্য কংগ্রেসের সঙ্গে বিনিময় করা যাবে না বলে রুল জারি করেছে। উত্তরসূরিদের মতো আয়কর বিবরণী প্রকাশ না করায় চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

এ রায়ে বলা হয়েছে, ট্রাম্প তার আর্থিক লেনদেনের নথি নিউইয়র্কের প্রসিকিউটরদের কাছে গোপন করতে পারবেন না।

রায়ে আরো বলা হয়, ট্রাম্প তার আর্থিক লেনদেনের নথি কংগ্রেসের কাছে প্রকাশ না করতেই পারেন, তবে নিউইয়র্কের প্রসিকিউটরদের কাছে তিনি তা গোপন করতে পারেন না।

আগে গত বছর ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ফেডারেল আদালতের বিচারক অমিত মেহতা রায়ে বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আর্থিক লেনদেন তদন্ত করার পুরো অধিকার মার্কিন কংগ্রেসের রয়েছে। প্রেসিডেন্ট কোনো বেআইনি কাজ করেছেন কি না, তার নজরদারি করা কংগ্রেসের এখতিয়ারের মধ্যে পড়ে। এ জন্য ট্রাম্পের আর্থিক লেনদেনের কাগজপত্র চেয়ে যে সমন তারা জারি করেছে, তাতে কোনো ভুল হয়নি।

সে সময় হোয়াইট হাউস থেকে জানানো হয়েছিলো, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

সব শেষ ৯ জুলাই রায় দিলো মার্কিন সুপ্রিম কোর্ট। যেখানে প্রধান বিচারপতি রবার্টস বলেন, ‘কোনও নাগরিক, এমনকি রাষ্ট্রপতি যে কেউ হোক তদন্তের জন্য নথি উপস্থাপন করা তার দায়িত্ব।’

উপরে