নভেম্বরের মার্কিন নির্বাচন স্থগিত করতে চান ট্রাম্প
তুহিন সানজিদ:
মার্কিন নির্বাচন স্থগিত করার দাবি জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। “পোস্টাল ভোট” জালিযাতি বৃদ্ধি এবং ভুল ফলাফল বয়ে আনতে পারে এমন দাবি করে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন স্থগিত করতে চান তিনি।
টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন "মেল-ইন ভোটিং" নভেম্বরের ভোটকে "ইতিহাসের সবচেয়ে ভুল এবং প্রতারণামূলক নির্বাচন" এবং "মার্কিন যুক্তরাষ্ট্রকে দারুণ বিব্রতকরন" করতে পারে। জনগণ সঠিকভাবে এবং নিরাপদে ভোট দেয়ার পরিবেশ ফিরে না পাওয়া পর্যন্ত নির্বাচন পিছিয়ে দিতে চান তিনি।
তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, মার্কিন সংবিধানের আওতায় প্রেসিডেন্টের নির্বাচন স্থগিত করার কোনো ক্ষমতা নেই। কোনও বিলম্ব বা পরিবর্তন কংগ্রেস দ্বারা অনুমোদিত হতে হবে। কংগ্রেসের দুটি কক্ষের উপর রাষ্ট্রপতির সরাসরি ক্ষমতা নেই।
”পোস্টাল ভোট” নির্বাচনী ফলাফল বিপর্যয় বয়ে আনতে পারে ট্রাম্পের এমন দাবিকে “উদ্ভট” আখ্যায়িত করেছেন তার বিরোধী রাজনৈতিক দল ডেমোক্রাট।
মার্কিন ফেডারাল নির্বাচন কমিশনের চেয়ারম্যান এলেন ওয়েইনট্রাব বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচন সরিয়ে নেওয়ার কোনো ক্ষমতা নেই। আমেরিকান জনগণের নিরাপদ ও সুরক্ষিত নির্বাচন নিশ্চিত করতে রাজ্যগুলিকে আরও তহবিলের আহ্বান জানিয়েছেন।
ট্রাম্প দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে নির্বাচন পেছানো বা স্থগিতের পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলো।
আগামী ৩ নভেম্বর আমেরিকার জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন দিনদিন আশাতীত জনপ্রিয় হয়ে উঠছেন বলে একাধিক জরিপে এমন তথ্য উঠে এসেছে। তবে দ্বিতীয়বার প্রেসিডেন্টের চেয়ার নিশ্চিত করতেও মরিয়া ডোনাল্ড ট্রাম্প।