শিরোনাম
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়, বাংলাদেশের জবাব মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত পুতিনের লিমোজিনে বিস্ফোরণ, হত্যাচেষ্টা নাকি দুর্ঘটনা? ভারতে আবারও ২২ মাওবাদী নিহত দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ‘মেগা’ ভূমিকম্পে জাপানে ৩ লাখ মানুষের প্রাণ যেতে পারে নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 4 August, 2020 22:48

সরকারি সংস্থায় মার্কিনিদের অগ্রাধিকার দিতে নির্বাহী আদেশ

সরকারি সংস্থায় মার্কিনিদের অগ্রাধিকার দিতে নির্বাহী আদেশ
মেইল ডেস্ক :

মার্কিন সরকারের সংস্থাগুলোতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অগ্রাধিকার দিতে একটি নির্বাহী আদেশ জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। 

আদেশে বলা হয়েছে, যেসব মার্কিন নাগরিক সরকারি সংস্থাগুলোতে কাজ করছেন তাদেরকে পদচ্যুত করে বিদেশি কর্মীদের নিয়োগ দেয়া যাবে না। একই সঙ্গে, নতুন করে নিয়োগের ক্ষেত্রেও মার্কিন নাগরিকদের অগ্রাধিকার দিতে হবে।

নির্বাহী আদেশে বিশেষ করে এইচ-ওয়ান বি ভিসার কথা উল্লেখ করা হয়েছে। এই ভিসা প্রোগ্রাম থেকে সব থেকে বেশি সুবিধা পেয়ে আসছিল ভারতীয় নাগরিকরা। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। 

বিবৃতিতে বলা হয়েছে, সরকার নতুন একটি নীতিমালা প্রণয়ন করেছে যেখানে সরকারি সংস্থাগুলো মার্কিন নাগরিকদের কর্মী হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেবে। এতে আরো বলা হয়, যোগ্য মার্কিন নাগরিকদের বঞ্চিত করে অন্য দেশের কর্মী নিয়োগ করা একটি অন্যায্য প্রক্রিয়া।

এ নির্বাহী আদেশের পর থেকে কেন্দ্রীয় সরকারি সকল সংস্থাগুলো মার্কিন নাগরিকদের নিয়োগ নিশ্চিতে অভ্যন্তরীণ জরিপ পরিচালনা করবে।

দেশটিতে বিদেশি কর্মীদের নিয়োগের বিষয়টি দেখভাল করে মার্কিন শ্রম মন্ত্রণালয়। নতুন এই নির্বাহী আদেশের প্রভাব সেখানেও পড়বে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রে এইচ-ওয়ান বি ভিসার অপব্যবহার বন্ধ হবে বলে আশা করা হচ্ছে। 

হোয়াইট হাউসের দাবি, নিয়োগদাতারা এই ভিসার অপব্যবহার করে যোগ্য মার্কিনিদের বঞ্চিত করছে।

উপরে