শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 7 November, 2020 23:44

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন

তুহিন সানজিদ, নিউইয়র্ক:

হোয়াইট হাউজের নতুন বাসিন্দা হয়েছেন জো বাইডেন। অনেক নাটকীয়তা আর রূদ্ধশ্বাস চারদিন অপেক্ষার পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন (জোসেফ আর বাইডেন জুনিয়র)। ৫০বছর রাজনৈতিক জীবনের লালিত স্বপ্ন পূরণ হলো বাইডেনের।

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় পেনসিলভানিয়া রাজ্যে জয়ি হওয়ায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সব বাঁধা দূর হয় জো বাইডেনের। তার প্রাপ্ত ইলেকটোরাল ভোটের সংখ্যা এখন ২৭৩। প্রেসিডেন্ট হতে প্রয়োজন ছিল ২৭০ ভোটের।

শুক্রবার সকাল থেকেই জয়ের সুবাতাস পেতে থাকেন জো বাইডেন। দুপুর গড়াতেই তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার হতে থাকে। বাড়ির আশেপাশে নিরাপত্তা কর্মিদের সংখ্যা বৃদ্ধি হতে থাকে। ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে তার বাড়ি ও আশপাশের এলাকা ‘নো ফ্লাই জোন’ হিসেবে ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স এয়ার স্পেস চিহ্নিত করে জো বাইডেনের বাড়ির এলাকায় ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করে।

মঙ্গলবার নির্বাচন শেষ হওয়ার পর দুঃস্বপ্নের দু’টি রাত পার করেছে যুক্তরাষ্ট্রের মানুষ আর নির্ঘুম রূদ্ধশ্বাস অপেক্ষা দুই প্রার্থীর।

সাবেক এই ভাইস প্রেসিডেন্ট হোয়াইট হাউজের নতুন বাসিন্দা হতে যাচ্ছেন এমনটাই প্রত্যাশা ছিল সাধারণ আমেরিকানদের। তবে সেই বিজয়ের মুহুর্ত দেখার জন্য অপেক্ষা করতে হয়েছে প্রায় ৪দিন। ভোটের দিন মধ্য রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত চরম উৎকন্ঠা আর উদ্বেগের মধ্যে কেটেছে সবার। সারা বিশ্বের চোখ ছিল এই নির্বাচনের ফলাফলের দিকে।   

বিজয়ের পর বাইডেন বলেছেন, ‘আমেরিকার ইতিহাসে এবারই প্রথম এত মানুষ ভোট দিয়েছে, এটা বিস্ময়কর! আমেরিকার সরকার জনগণের জন্য এবং জনগণের দ্বারা নির্বাচিত।’জনগণই সবচেয়ে বড় শক্তি। সব দল ও মতের মানুষদেরকে নিয়েই একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বুধবার সন্ধ্যায় মিশিগান আর উইসকনসিন রাজ্যে জয় পেয়ে বাইডেনের ইলেকটোরাল কলেজের ভোটের সংখ্যা দাঁড়ায় ২৬৪। মাত্র ৬ভোটের দূরত্বে দাঁড়িয়ে বিজয়ের খুব কাছাকাছি পৌঁছেও অপেক্ষার প্রহর আরো বাড়তে থাকে।  

সর্বশেষ পেনসিলভানিয়া রাজ্যে জয়ের পর ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত হয়ে যায় জো বাইডেনের। দেশব্যাপি  উল্লাসে ফেটে পড়েন বাইডেন সমর্থকরা। যুক্তরাষ্ট্রে প্রতিটি রাজ্যের ছোট ছোট শহরেও আনন্দ মিছিল হয়েছে জো বাইডেনের বিজয়ে।

মঙ্গলবার রাত ১১টায় সর্বশেষ ক্যালিফোর্নিয়ার ভোট গ্রহন শেষ হয়। তার আগেই বেশকিছু রাজ্যের ভোট গণনা শেষ হয়। কোনো কোনো রাজ্যে ভোট গ্রহন শেষ হয় সন্ধ্যা ৬-৭টার মধ্যে। তাই রাত ১২টার মধ্যেই অর্ধেকেরও বেশি রাজ্যের ফলাফল প্রকাশ হয়। এতে কখনও বাইডেন আবার কখনও ট্রাম্পকে জয়ি দেখা যায়। ব্যবধান ছিল খুবই সামান্য ভোটের। অতীতের ভোটের রাতে ১২টা থেকে ১টার মধ্যে জয়-পরাজয় নির্ধারণ হয়ে যায়। এজন্য রাত গভীর হওয়ার সাথে সাথে উদ্বেগও বাড়তে থাকে আমেরিকান জনগনসহ সারা বিশ্বের।

 

 

 

উপরে