শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে’— ইউক্রেনের সাবেক সেনাপ্রধান ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জন নিহত নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 10 November, 2020 05:36

প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পারকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার প্রেসিডেন্ট এক টুইট বার্তায় বরখাস্তের বিষয়টি জানান। ন্যাশনাল কাউন্টার টেররিজম এর পরিচালক ক্রিস্টোফার মিলারকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের তিনদিনের মাথায় দেশের গুরুত্বপূর্ণ এই মন্ত্রীকে বরখাস্ত করলেন ট্রাম্প।  
ট্রাম্পের সাথে সম্পর্কের অবণতির কারণে সপ্তাহখানেক আগে থেকেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন এস্পার। এমনকি শুক্রবার তিনি পদত্যাগ করেছেন বলে একটি গণমাধ্যমে জানানো হয়। কয়েকমাস ধরে ট্রাম্প ও হোয়াইট হাউজের সাথে সম্পর্ক ভালো যাচ্ছিল না প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পারের।
এস্পারের স্থলাভিসিক্ত জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাবেক পরিাচলক ক্রিস্টোফার মিলার ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত। তিনি ইরান হিজবুল্লাহকে টার্গেট করে ট্রাম্পের কিছু নীতির পাশাপাশি সিরিয়া ও ইরাকের যুদ্ধের সাথে সন্ত্রাসবাদবিরোধী যাবতীয় কর্মকাণ্ডের ডিসিশন মেকার। 
জুন মাসে “ব্লাক লাইভ ম্যাটারস” আন্দোলন দমাতে ন্যাশনাল গার্ড মোতায়েন, সহিংসভাবে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের দমন, হোয়াইট হাউজের পাশে লাফায়েট স্কয়ারে একটি গির্জায় গিয়ে ট্রাম্পের ফটোসেশন এবং সেনাবাহিনীকে রাষ্ট্রপতির রাজনৈতিক আকাঙ্ক্ষার ক্ষেত্র থেকে দূরে রাখার বিষয়ে একটি বক্তব্য দেয়ার কারণে ট্রাম্পের বিরাগভাজন হন তিনি। এরপর থেকে এস্পারের সাথে একপ্রকার কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন প্রেসিডেন্ট। দেশজুড়ে বিক্ষোভ দমন করতে সেনাবাহিনীকে ব্যবহার করা সমর্থন করেননি এস্পার। এ নিয়েই দ্বন্দ্ব আরও গভীর হয়।
এর আগের মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগ করেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রীসহ হোয়াইট হাউজের কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন এবং অনেককে বরখাস্ত করা হয়েছে।  
সিএনএনকে জানিয়েছে, নির্বাচনে পরাজয়ের পর থেকে শোনা যাচ্ছিল গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী এবং হোয়াইট হাউজের শীর্ষ কয়েকজন কর্মকর্তাকে যে কোনো সময়ে বরখাস্ত করতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তারই সত্যতা পাওয়া গেল। প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের মাধ্যমে ট্রাম্প তার ছাঁটাই প্রক্রিয়া শুরু করলেন।
বরখাস্তের বিষয়টি প্রেসিডেন্ট টুইট করে জানানোর পর হোয়াইট হাউজের কোনো কমকর্তা বা প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

 

উপরে