শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 12 June, 2022 01:27

যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা শোনেননি জেলেনস্কি: বাইডেন, ইউক্রেনেরও পাল্টা জবাব

যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা শোনেননি জেলেনস্কি: বাইডেন, ইউক্রেনেরও পাল্টা জবাব
মেইল রিপোর্ট :

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ আগ্রাসন শুরুর আগে মার্কিন সতর্কবার্তা ‘শুনতে চাননি’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার বাইডেনের সেই ‘অভিযোগ’ নিয়ে মুখ খুলেছে ইউক্রেন। 

এ ব্যাপারে জেলেনস্কির মুখপাত্র সের্গেই নিকিফোরভ জানান, জেলেনস্কি বড় আকারের আক্রমণের আগে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা চেয়েছিলেন কিন্তু ইউক্রেনের অংশীদাররা তা ‘শুনতে চায়নি’।

সের্গেই নিকিফোরভ বলেন, জেলেনস্কি সেই সময় জো বাইডেনের সঙ্গে তিন বা চারবার টেলিফোনে কথা বলেছিলেন। তারা  বিশদভাবে পরিস্থিতি নিয়ে তাদের মতামত এবং মূল্যায়ন বিনিময় করেন। 

তাই 'শুনতে চায়নি' বাক্যাংশটির সম্ভবত ব্যাখ্যা প্রয়োজন বলে একটি ইউক্রেনীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। 

জেলেনস্কির আরেক উপদেষ্টা  মাইখাইলো পোডোলিয়া বলেন, ইউক্রেন বুঝতে পেরেছে যে রাশিয়া আক্রমণের পরিকল্পনা করছে এবং এর জন্য প্রস্তুতি নিচ্ছে ––প্রশ্নটি আক্রমণের মাত্রা নিয়ে ছিল।

তিনি বলেন, একটি দেশকে ১০০ দিনেরও বেশি সময় ধরে আক্রমণকারীকে প্রতিহত করার জন্য অভিযুক্ত করা অযৌক্তিক। যদি শীর্ষ দেশগুলো সতর্কতা হিসেবে রাশিয়াকে থামাতে ব্যর্থ হয় তাহলে তা চলতেই থাকবে। 

মাইখাইলো পোডোলিয়া আরও বলেন, জেলেনস্কি সতর্কতার প্রতি মনোযোগী ছিলেন, তবে রাশিয়ার আক্রমণের মাত্রা ‘আমাদের অংশীদারদেরসহ অনেক দেশকে হতবাক করেছে’। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর আগে মার্কিন সতর্কবার্তা উপেক্ষা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বাইডেন বলেন, আমি জানি অনেক লোক ভেবেছিল আমি বাড়াবাড়ি করছি। কিন্তু আমি জানি, আমাদের কাছে কি তথ্য ছিল।  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালাতে চাচ্ছিলেন। এটি নিয়ে কোনো সন্দেহ ছিল না। তবে ভলোদিমির জেলেনস্কি এটি শুনতে চাননি। তার মতো অনেক লোকও শুনতে চাননি। আমি বুঝতে পারছি না কেন তারা এটা শুনতে চাননি।

চলতি বছরের শুরু থেকেই রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা নিয়ে তখন বিশ্বব্যাপী সমালোচনা হয়। বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলো এটি বিশ্বাস করতে চায়নি। তখন অনেক দেশই বলেছে, অতিসতর্কতা থেকে যুক্তরাষ্ট্র এমন সতর্কবার্তা দিচ্ছে। 

স্থানীয় সময় শুক্রবার লস অ্যাঞ্জেলসে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বাইডেন বলেছিলেন- 

উপরে