শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 13 August, 2022 19:47

রাশিয়ার কাছে ইরানের ‘ড্রোন বিক্রি’ প্রতিরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

 রাশিয়ার কাছে ইরানের ‘ড্রোন বিক্রি’ প্রতিরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

মেইল ডেস্ক:  
রাশিয়ার কাছে ড্রোন বিক্রির চেষ্টা করছে ইরান। কিন্তু তাদের এ চেষ্টা যে কোনোভাবে আটকানো হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আল আরাবিয়ার কাছে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানান, রাশিয়ায় ড্রোন পাঠানোর অংশ হিসেবে রুশ কর্মকর্তারা ইরানে গত কয়েক সপ্তাহ যাবত প্রশিক্ষণ নিচ্ছে। 

এ ব্যাপারে শুক্রবার প্রশ্ন করা হলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র ভেদান্ত প্যাটেল জানান, সম্প্রতি রাশিয়ার কর্মকর্তাদের হামলাকারী ড্রোন দেখিয়েছে ইরান। 

এরপর তিনি হুশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া যেন ইরানের কাছ থেকে ড্রোন কিনতে না পারে সেজন্য সব ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। যে নেটওয়ার্ক ব্যবহার করে এই ড্রোন বেঁচা-কেনা বা তৈরি করা হয় সেই নেটওয়ার্কের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। 

এ ব্যাপারে ভেদান্ত প্যাটেল বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ব্যবহৃত ড্রোন নিয়ে অনেক বেশি চিন্তিত। যেগুলো এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা এবং এর মিত্রদের ওপর হামলার কাজে ব্যবহার করছে ইরান।

তিনি আরও বলেন, শুধুমাত্র নিষেধাজ্ঞা না, যুক্তরাষ্ট্র সব ব্যবস্থা নেবে ইরান থেকে রাশিয়ার ড্রোন যাওয়া আটকাতে। ইরানের ড্রোন তৈরিতে যেসব কোম্পানি যন্ত্রাংশ এবং প্রযুক্তি দেয় তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। 

উপরে