শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 14 October, 2022 12:52

রালেইতে বন্দুক হামলায় পুলিশসহ নিহত ৫

রালেইতে বন্দুক হামলায় পুলিশসহ নিহত ৫
হামলার পর সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা
মেইল রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের রালেই শহরের একটি আবাসিক এলাকায় ঘণ্টাব্যাপী বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ নর্থ ক্যারোলিনার রাজধানী রালেইতে এ ঘটনা ঘটে। এ হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

স্থানীয় মেয়র মেরি-অ্যান ব্যাল্ডউইন এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বন্দুক হামলায় অন্য এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত দুজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সময় বিকেল ৫টার দিকে শহরের নিউস রিভার গ্রিনওয়ের কাছে গুলি চালায় বন্দুকধারী। খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকায় অবস্থান নেয়। এর প্রায় তিন ঘণ্টা পর সন্দেহভাজন বন্দুকধারীকে একটি বাড়ির ভেতরে আটক করে হেফাজতে নেয় পুলিশ।

স্থানীয় সময় রাত ৯টা ৪৫ নাগাদ এক টুইটে পুলিশ জানায়, সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে তার পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। তার কাছে একটি বন্দুক পাওয়া গেছে বলে জানা গেছে। 

এদিকে কেন্দ্রীয় ও স্থানীয় একাধিক আইন প্রয়োগকারী সংস্থা ঘটনা তদন্তে নেমেছে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র মেরি-অ্যান ব্যাল্ডউইন।

উপরে