শিরোনাম
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়, বাংলাদেশের জবাব মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত পুতিনের লিমোজিনে বিস্ফোরণ, হত্যাচেষ্টা নাকি দুর্ঘটনা? ভারতে আবারও ২২ মাওবাদী নিহত দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ‘মেগা’ ভূমিকম্পে জাপানে ৩ লাখ মানুষের প্রাণ যেতে পারে নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 4 December, 2022 18:40

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা শীতে কমবে : যুক্তরাষ্ট্র

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা শীতে কমবে : যুক্তরাষ্ট্র
মেইল রিপোর্ট :

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা বর্তমানে কমে এসেছে এবং শীতে এটি আরও কমবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক এভ্রিল হায়েন্স।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি কথিত বিশেষ সামরিক অভিযানের নামে ইউক্রেনে হামলা করে রাশিয়া। এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র যুদ্ধ। এতে হাজার হাজার সেনা ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। তবে বর্তমানে সম্মুখভাগে হামলা-পাল্টা হামলার ঘটনা একেবারে নেই বললেই চলে।

শনিবার (৩ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়ায় একটি সামরিক অনুষ্ঠানে মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক এভ্রিল হায়েন্স জানিয়েছেন, শীত আসলেও রুশ সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের সেনারা প্রতিরোধ কার্যক্রম একেবারে কমিয়ে দিয়েছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তিনি আরও জানিয়েছেন, শীত শেষ হওয়ার আগে রাশিয়া-ইউক্রেন দুই দেশই সামনের দিনগুলোর জন্য নিজেদের প্রস্তুত করবে। বিশেষ করে রাশিয়ার সেনারা। তারা শীত শেষে একটি পাল্টা আক্রমণ চালানোর চেষ্টা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মার্কিন এ কর্মকর্তা আরও জানিয়েছেন, গত মাসে খেরসন শহর থেকে রাশিয়া তাদের সেনাদের প্রত্যাহার করে নেওয়ার পর উত্তেজনা একেবারেই কমে যায়।  

এছাড়া যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বচ্ছ ধারণা নেই বলেও দাবি করেছেন শক্তিশালী এ গোয়েন্দা কর্মকর্তা। তিনি বলেছেন, ‘এখন রাশিয়ার সেনারা অস্ত্র, মনোবল, সরবরাহ, লজিস্টিক সবমিলিয়ে বড় ধরনের সমস্যায় আছে।’

রাশিয়া যুদ্ধের শুরুর কয়েক মাসে ইউক্রেনের বেশ বড় একটি অংশ দখল করেছিল। কিন্তু ইউক্রেনের সেনাদের পাল্টা আক্রমণের কারণে সেসব অঞ্চলের অর্ধেকেরও বেশি থেকে পিছু হটতে হয়েছে তাদের। 

উপরে