শিরোনাম
অর্ন্তবর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ যাচ্ছে রিপাবলিকানদের হাতে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর শ্রীলঙ্কায় আগাম ভোটে বড় জয় পেল বামপন্থী প্রেসিডেন্ট অনূঢ়ার জোট নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 27 October, 2023 22:35

সিরিয়ায় ইরানসংশ্লিষ্ট স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা: পেন্টাগন

সিরিয়ায় ইরানসংশ্লিষ্ট স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা: পেন্টাগন
সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন বাহিনী। ছবি: সংগৃহীত
মেইল রিপোর্ট :

যুক্তরাষ্ট্র সিরিয়ায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস ও ইরান–সমর্থিত গোষ্ঠীগুলোর ব্যবহৃত দুটি স্থাপনায় হামলা চালিয়েছে। এমনটি বলছে পেন্টাগন।

ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর হামলার পর যুক্তরাষ্ট্র পাল্টা এ হামলা চালায়। খবর আল জাজিরা।

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন মার্কিন কর্মীদের ওপর হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরে এ হামলার ঘটনা ঘটল। ওয়াশিংটন মার্কিন কর্মীদের ওপর হামলার ঘটনায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র সংঘাত চায় না। আর কোনো বিরোধে জড়ানোর ইচ্ছা নেই। তবে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরান-সমর্থিত হামলা অগ্রহণযোগ্য। এটি বন্ধ করতে হবে।

তিনি বলেন, ইরান হামলার ঘটনা থেকে নিজেদের আড়াল করতে চায় এবং অস্বীকার করতে চায়। আমরা তা হতে দেব না। মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের প্রক্সিদাতাদের হামলা অব্যাহত থাকলে, আমরা আমাদের জনগণকে রক্ষা করার জন্য আরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দ্বিধা করব না।

মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন বাহিনীর ২১ সদস্য হামলায় আহত হন।  

ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর হামলা বেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। চলতি মাসের শুরুতে এই যুদ্ধ শুরু হয়েছিল। হামাসের নজিরবিহীন হামলায় এক হাজার চারশর বেশি লোকের প্রাণ গেছে। আর ইসরায়েলি হামলায় গাজায় নিহত সাত হাজার ছাড়িয়েছে।  

উপরে