শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 4 December, 2023 22:52

নিউইয়র্কে বাড়িতে ঢুকে একই পরিবারের চারজনকে হত্যা

নিউইয়র্কে বাড়িতে ঢুকে একই পরিবারের চারজনকে হত্যা
মেইল রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি বাড়িতে ঢুকে একই পরিবারের দুই শিশুসহ চারজনকে হত্যা করেছে দুর্বৃত্ত। পরে ওই দুর্বৃত্ত বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশের গুলিতে নিহত হয়েছে ওই দুর্বৃত্ত।

কুইন্সের সমুদ্রতীরবর্তী ফার রকওয়ের একটি বাড়িতে রোববার সকালে এ তাণ্ডব চালানো হয়।

নিউইয়র্ক সিটির পুলিশ বিভাগের প্রধান জেফরি ম্যাড্রে সংবাদ সম্মেলনে বলেন, রোববার সকালে ৯১১-এ কল করে এক তরুণী জানায় তার চাচাতো ভাই তার পরিবারকে হত্যা করা হয়েছে। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছার জন্য রওনা দেয়। চলতি পথে একজনকে মালপত্র নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যেতে দেখে তাকে ধরার চেষ্টা করলে সে একটি ছুরি নিয়ে পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করে। তার ছুরিকাঘাতে পুলিশের দুই কর্মকর্তা আহত হয়।

তিনি বলেন, ওই বাড়ির সামনে থেকে ১১ বছর বয়সী এক মেয়ে শিশুকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

আগুনের কারণে পুলিশ তাৎক্ষণিকভাবে বাড়িতে প্রবেশ করতে পারেনি, ভেতরে তারা আরও তিনজনকে মারাত্মকভাবে ছুরিকাঘাতে আহত দেখতে পায়। তারা হলো- ১২ বছর বয়সী এক ছেলে শিশু, ৪৪ বছর বয়সী এক নারী এবং ৩০ বছর বয়সী এক যুবক। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করা হয়।

হামলায় ৬১ বছর বয়সী আরেক নারী গুরুতর আহত হয়েছেন। একাধিক ছুরিকাঘাতে তার অবস্থা আশঙ্কাজনক। আহত দুই পুলিশ কর্মকর্তা সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে বলে জানান ওই পুলিশ প্রধান।

ওই হত্যাকারীর নাম কোর্টনি গর্ডন (৩৮)। তবে পুলিশ হতাহতদের পরিচয় প্রকাশ করেনি।


সূত্র: এপি

উপরে