শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 5 January, 2024 01:28

যুক্তরাষ্ট্রে ফজরের নামাজের সময় ইমামকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে ফজরের নামাজের সময় ইমামকে গুলি করে হত্যা
মেইল রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউআর্ক শহরে হাসান শরিফ নামের এক মসজিদের ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (৩ জানুয়ারি) ভোরে ফজরের নামাজের সময় নিউআর্কে মসজিদে মুহাম্মদের পাশে গুলিবিদ্ধ হন ওই ইমাম। তার শরীরে একাধিকবার গুলি বর্ষণ করে পালিয়ে যায় হত্যাকারী।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল ম্যাট প্ল্যাটকিন বলেন, মসজিদের পাশে হাসান শরিফের দিকে লক্ষ্য করে দফায় দফায় গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

এ হামলার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে এখনবধি কিছুই জানতে পারেনি নিউ জার্সি পুলিশ।

এ বিষয়ে প্ল্যাটকিন বলেন, এটি অভ্যন্তরীণ সন্ত্রাসবাদী কর্মকাণ্ড নয়। আবার এখন পর্যন্ত পাওয়া আলামতে এ হত্যাকাণ্ডকে ব্যক্তিগত বিরোধের জেরে হয়েছে বলেও মনে হচ্ছে না।

নিউআর্কের মেয়র রাস জে বারাকা বলেছেন, আমরা এখনও সমস্ত বিবরণ জানি না। তবে আমরা যা জানি তা হলো ইমাম হাসান শরীফ এই শহরের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। এখন আমরা তার এবং তার পরিবারের পাশে দাঁড়াব।  

এদিকে ইমাম হত্যাকে ‘জঘন্য অপরাধ’ উল্লেখ করেছেন এসেক্স কাউন্টির কৌঁসুলি টেড স্টিফেনস।  

তিনি বলেন, ইমাম হাসান শরিফের শরীরে একাধিক গুলির দাগ রয়েছে। আমরা ইমামের পরিবারের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করব।  

স্থানীয় ডেমক্রেসি নিউজ জানিয়েছে, বুধবার ফজরের নামাজ আদায় করতে মসজিদে মুহাম্মাদের দিকে রওনা হয়েছিলেন ইমাম শরিফ হাসান। মসজিদের সামনে এলেই তাকে গুলি করা হয়।

নিউ জার্সি কর্তৃপক্ষ বলেছে, এ হত্যাকাণ্ডের সঙ্গে সন্ত্রাসবাদের যোগসূত্রিতার কোনো ইঙ্গিত এখনও মেলেনি। তবে আগস্ট মাসেও মসজিদের বাইরে হামলার শিকার হন এই ইমাম। আপাতত খুনিকে খোঁজে নেমেছে পুলিশ।

এদিকে এ খবরে আতঙ্ক ছড়িয়েছে নিউআর্ক এলাকায়। স্থানীয়রা বলছেন, একজন ইমাম যদি মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার সময় নিহত হন তো আমরা কেউই এখানে নিরাপদ নই।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) নিউ জার্সি শাখা হাসান শরীফকে ‘মুসলিম সম্প্রদায়ের নেতৃত্বের আলোকবর্তিকা’ বলে উল্লেখ করেছে।

যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তাবিষয়ক প্রশাসন (টিএসএ) জানিয়েছে, ইমাম হাসান শরিফ ২০১৬ সাল থেকে নিউআর্ক বিমানবন্দরে নিরাপত্তাকর্মী (সিকিউরিটি স্ক্রিনার) হিসেবে কর্মরত ছিলেন।

উপরে