শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 3 May, 2024 14:36

বিক্ষোভের অধিকার সবার আছে, বিশৃঙ্খলার নয়: বাইডেন

বিক্ষোভের অধিকার সবার আছে, বিশৃঙ্খলার নয়: বাইডেন
মেইল রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেছেন, আমরা একটি সুশীল সমাজ। ক্যাম্পাসগুলোতে অবশ্যই শৃঙ্খলা বজায় রাখতে হবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ মে) হোয়াইট হাউস থেকে দেওয়া এক টেলিভিশন বিবৃতিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা একটি কর্তৃত্ববাদী জাতি নই, যেখানে জনগণকে চুপ করিয়ে দিই বা ভিন্নমত দমন করি। তবে আমরা আইনহীন দেশও নই। ’

শিক্ষার্থীদের বিক্ষোভ  প্রসঙ্গে তিনি বলেন, বিক্ষোভ করার অধিকার সবার আছে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করার অধিকার নেই। মানুষের শিক্ষা পাওয়ার অধিকার আছে, ডিগ্রি পাওয়ার অধিকার আছে। হামলার ভয় ছাড়াই নিরাপদে ক্যাম্পাসে আসা-যাওয়ার অধিকার আছে।

গাজায় গত ৭ অক্টোবর থেকে চলমান ‘গণহত্যা’ বন্ধে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো।

কয়েক সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। বিক্ষোভ থামাতে ক্যাম্পাসগুলোতে অভিযানও চালিয়ে যাচ্ছে পুলিশ। এতে কোনো কোনো ক্যাম্পাসে পুলিশের সঙ্গে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। কোথাও সংঘর্ষ হয়েছে ইসরায়েলপন্থি বিক্ষোভকারীদের সঙ্গে।  

শত শত ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভরত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার মধ্যরাতেও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ও লস অ্যাঞ্জেলেসে (ইউসিএলএ) ইসরায়েলপন্থি ও ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। পরে ক্যাম্পাসে পুলিশ অভিযান চালিয়ে ২০০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এতোদিন ধরে চুপ থাকলেও অবশেষে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বাইডেন।

উপরে