শিরোনাম
নির্বাচনে আওয়ামী লীগকে আমরা চাই না ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দায়িত্ব নিতে পারে যুক্তরাষ্ট্র গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ড্রোন হামলায় কিয়েভে নিহত ৩ ভারতে আবারও ২২ মাওবাদী নিহত দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভারত-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি, থমথমে পরিস্থিতি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 21 March, 2025 02:37

ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দায়িত্ব নিতে পারে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দায়িত্ব নিতে পারে যুক্তরাষ্ট্র
মেইল রিপোর্ট :

ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গুলোর মালিকানা ও পরিচালনার দায়িত্ব যুক্তরাষ্ট্র নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।  

ওভাল অফিসের সেই ঐতিহাসিক বিতর্কের পর পর বুধবার (১৯ মার্চ) প্রথমবারের মত ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে সরাসরি ফোনে কথা বলেন।

যদিও এর আগে, দুই দেশের প্রতিনিধিরা সৌদি আরবে বৈঠক করেছে এবং ৩০ দিনের একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, বুধবারের ফোনালাপে ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য মালিকানা নিয়েও কথা হয়েছে। তবে জেলেনস্কি পরে পরিষ্কার করে বলেন, আলোচনাটি মূলত রাশিয়া-নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া প্ল্যান্টকে ঘিরেই ছিল।

পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ট্রাম্প ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে ইউরোপ থেকে, সংগ্রহে সহায়তা করতে রাজি হয়েছেন। দুই নেতা যুদ্ধের পরিস্থিতি অনুযায়ী তাদের প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও তথ্য আদান-প্রদান চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছেন।

তার বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ট্রাম্প ও জেলেনস্কি ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো নিয়ে আলোচনা করেছেন। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এসব প্ল্যান্ট পরিচালনা ও ইউক্রেনের জ্বালানি অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রুবিও যোগ করেন, এই বিদ্যুৎকেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্রের মালিকানা থাকলে সেগুলো আরও সুরক্ষিত হবে এবং ইউক্রেনের জ্বালানি খাতেও সহায়ক হবে।

জেলেনস্কি পরে বলেন, বিদ্যুৎকেন্দ্রের বিষয়টি আলোচনায় এসেছিল ঠিকই, তবে তা মূলত জাপোরিঝিয়া প্ল্যান্টকে কেন্দ্র করেই।

এই আলোচনা জেলেনস্কির জন্য কিছুটা স্বস্তির, কারণ তিনি পরে সাংবাদিকদের বলেন, ট্রাম্পের সঙ্গে তার কথা ‘ইতিবাচক’, ‘খোলামেলা’ এবং ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে।  

উপরে